ছবি : সংগৃহীত।
পুজোর সাজগোজ সব বৃথা যাবে, যদি ত্বক নিস্প্রভ আর অনুজ্জ্বল দেখায়। সাজতে যাঁরা ভালবাসেন, তাঁরা তাই পুজোর আগে অন্তত দু’বার ফেসিয়াল করান। যাঁদের হাতে সেই সময় নেই, তাঁরা অন্তত এক বার পার্লারে গিয়ে মুখের ত্বকের রং উজ্জ্বল করানোর চেষ্টা করেন। পার্লারে তার উপায় নেই তা নয়। তবে চাইলে বাড়িতে বসেও নিয়মিত যত্নে পুজোর আগে উজ্জ্বল ত্বক পেতে পারেন।
১. বেসন ও হলুদ প্যাক
২ চামচ বেসন, ১/২ চামচ হলুদ গুঁড়ো, ২ চামচ দুধ বা গোলাপ জল মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। মুখে এবং গলায় ভালো করে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে আলতো করে ঘষে ঘষে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন।
উপকারিতা—
বেসন: ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে, মৃত কোষ দূর করে এবং ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে।
হলুদ: এতে থাকা অ্যান্টি-অক্সিড্যা ন্ট এবং প্রদাহনাশক উপাদান ত্বকের দাগছোপ কমাতে ও ঔজ্জ্বল্য বৃদ্ধি করতে সাহায্য করে।
দুধ/গোলাপ জল: ত্বককে ময়েশ্চারাইজ করে এবং নরম রাখে।
২. দই ও মধুর প্যাক
২ চামচ টক দই এবং ১ চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে এবং গলায় লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি প্রতিদিন ব্যবহার করা যেতে পারে, কারণ এটি ত্বকের জন্য খুব হালকা।
উপকারিতা—
দই: এতে ল্যাকটিক অ্যাসিড থাকে, যা ত্বকের মৃত কোষ দূর করে এবং ত্বককে উজ্জ্বল করে।
মধু: প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে, ত্বককে নরম ও কোমল রাখে এবং জীবাণুনাশক হিসেবেও কাজ করে।
৩. আলু ও লেবুর রস প্যাক
১ টি মাঝারি আকারের আলু কুরে নিয়ে তার রস বার করুন। তার সঙ্গে ১ চামচ লেবুর রস মিশিয়ে নিয়ে মুখে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। তার পরে জল দিয়ে মুখ ভাল ভাবে ধুয়ে নিন। সপ্তাহে ২ বার এই প্যাক ব্যবহার করা যেতে পারে। তবে লেবুর রস ত্বকে জ্বালা করলে ব্যবহার করবেন না।
উপকারিতা—
আলু: এতে থাকা ক্যাটেকোলেজ এনজাইম ত্বকের পিগমেন্টেশন কমাতে এবং দাগ দূর করতে সাহায্য করে।
লেবুর রস: ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড সমৃদ্ধ হওয়ায় এটি ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে, যা ত্বকের রং উজ্জ্বল করতে সহায়ক।
সতর্কতা
যেকোনো প্যাক ব্যবহারের আগে হাতের ত্বকের একটি ছোট অংশে লাগিয়ে পরীক্ষা করে দেখুন কোনো অ্যালার্জি বা জ্বালাভাব হচ্ছে কিনা। অস্বস্তি না হলে তবেই মুখে লাগান।
লেবু বা হলুদের মতো উপাদান দিয়ে তৈরি ফেস প্যাক ব্যবহারের পর বাইরে বেরোলে সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।