Hydrating Facepack for 40

চল্লিশ পেরনোর পরে ত্বকে শুষ্ক ভাব লক্ষ্য করছেন, ৩ ফেসপ্যাকে ফিরতে পারে ঝলমলে ভাব

ঘরোয়া উপায়ে তৈরি কয়েকটি ফেসপ্যাক শুষ্ক ত্বকে হারিয়ে যাওয়া জেল্লা ফেরাতে অত্যন্ত কার্যকরী। তেমনই তিন ফেসপ্যাকের সন্ধান জেনে নিন। এই প্যাক ত্বককে আর্দ্রতা যোগাতে এবং তারুণ্য ধরে রাখতে সাহায্য করবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ২০:০০
Share:

ছবি : সংগৃহীত।

চল্লিশ পেরনোর পরে ত্বকে শুষ্ক ভাব আসা অস্বাভাবিক নয়। বিশেষ করে যাঁদের শুষ্ক এবং মিশ্র ত্বকের সমস্যা আগে থেকেই ছিল, তাঁদের এই অসুবিধা হবে বেশি। যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁদের এই অসুবিধা তুলনায় কম হতে পারে। ঘরোয়া উপায়ে তৈরি কয়েকটি ফেসপ্যাক শুষ্ক ত্বকে হারিয়ে যাওয়া জেল্লা ফেরাতে অত্যন্ত কার্যকরী। তেমনই তিন ফেসপ্যাকের সন্ধান জেনে নিন। এই প্যাক ত্বককে আর্দ্রতা যোগাতে এবং তারুণ্য ধরে রাখতে সাহায্য করবে।

Advertisement

১. কলা, দই এবং মধুর ফেসপ্যাক

এটি শুষ্ক ত্বকের জন্য খুবই হাইড্রেটিং এবং পুষ্টিকর। কলা ত্বককে নরম করে, দই মৃত কোষ দূর করে এবং মধু আর্দ্রতা বজায় রাখে।

Advertisement

উপাদান: ১টি পাকা কলা , ২ টেবিল চামচ টক দই বা দুধ, ১ চা চামচ মধু

তৈরির পদ্ধতি: একটি পাত্রে চটকে নেওয়া কলা, দই (বা দুধ) এবং মধু ভালোভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে এবং গলায় লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

২. বেসন, হলুদ এবং দুধের সরের ফেসপ্যাক

এই প্যাকটি ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি আর্দ্রতা সরবরাহ করে। বেসন ত্বক পরিষ্কার করে, হলুদ জেল্লা আনে এবং দুধের সর শুষ্কতা দূর করে ত্বককে নরম করে।

উপাদান: ১ টেবিল চামচ বেসন, আধ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ দুধের সর বা দুধ, আধ চা চামচ মধু

তৈরির পদ্ধতি: সব উপাদান একসঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঈষদুষ্ণ (হালকা গরম) জল দিয়ে আলতোভাবে ঘষে ধুয়ে নিন।

৩. চন্দন, নারকেল তেল এবং গোলাপ জলের ফেসপ্যাক

চন্দন ত্বকের প্রদাহ কমায় ও উজ্জ্বলতা বাড়ায়। নারকেল তেল শুষ্ক ত্বকে গভীর থেকে পুষ্টি ও আর্দ্রতা যোগায়।

উপাদান: ১ টেবিল চামচ চন্দন গুঁড়ো বা বাটা, ১/৪ চা চামচ নারকেল তেল এবং ১ টেবিল চামচ গোলাপ জল

তৈরির পদ্ধতি: চন্দন গুঁড়ো, নারকেল তেল এবং গোলাপ জল মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। এই প্যাকটি মুখে লাগান এবং প্রায় ১৫ মিনিট রেখে দিন। এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement