ছবি : সংগৃহীত।
বর্ষায় ত্বক তেল তেলে বা চিটচিটে হয়ে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। বিশেষ করে যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁদের ওই তেলতেলে ভাব থেকে ব্রণ, ফুস্কুড়ি বা র্যাশের সমস্যাও হয়। সেজেগুজে কোথাও গেলে কয়েক ঘণ্টার মধ্যেই বদলে যায় চেহারা। বর্ষার এই সমস্যার সমাধান প্রাকৃতিক উপায়ে করা সম্ভব। সপ্তাহে অন্তত দু’-এক দিন নিয়ম করে কয়েকটি ফেস প্যাক ব্যবহার করলে উপকার মিলতে পারে।
১। তেলতেলে ভাব কমিয়ে ঝকঝকে জেল্লা আনতে
১ টেবিল চামচ মধু এবং আধ চা চামচ হলুদের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ফেসমাস্ক বানিয়ে ব্যবহার করুন। হলুদ ত্বকের রং উজ্জ্বল করার পাশাপাশি ত্বককে ব্যাক্টিরিয়া মুক্ত করবে, ত্বকের দাগ ছোপ কমাতেও সাহায্য করবে। নিয়ন্ত্রণ করবে তৈলাক্ত ভাব। লেবু প্রাকৃতিক ব্লিচ। তেলতেলে ভাব কমিয়ে ত্বকে মসৃণ ভাব আনবে। মধু ত্বকের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে তাকে পুষ্টি জোগাবে। পাশাপাশি, মধুও ত্বককে ব্যাক্টিরিয়ার সংক্রমণ থেকে বাঁচাতে সাহায্য করে। ফলে বর্ষার নানা জীবাণু ঘটিত সমস্যা থেকে মুক্ত হয়ে জেল্লা ফেরে ত্বকে।
২। ব্রণ, ফুস্কুড়ির সমস্যা দূর করতে
১ চা চামচ নিমের পাউডার বা রোদে শুকনো নিমপাতা মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে তার সঙ্গে মেশান ১ চা চামচ তুলসী পাতা বাটা। এর সঙ্গে ২ চা চামচ গোলপ জল মশিয়ে নিয়ে মুখে মাখুন। মিনিট ১৫ রেখে ঈষদোষ্ণ জলে ধুয়ে ফেলুন।
৩। ত্বকের কালচে ছোপ দূর করতে
১ টেবিল চামচ গুঁড়ো দুধের সঙ্গে ১ চা চামচ দই ভাল ভাবে মিশিয়ে নিয়ে তাতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন মিনিট ১৫। তার পরে ভাল ভাবে ধুয়ে নিন। দইয়ে থাকা প্রোবায়োটিক ত্বকের কোষকে উজ্জ্বীত করে। লেবু মুখ থেকে পোড়া ভাব বা কালচে ছোপ দূর করতে সাহায্য করে। গুঁড়ো দুধ প্রোটিন এবং ল্যাকটিক অ্যাসিডের জোগান দিয়ে ত্বককে পুষ্টি জোগায়।