eyebrow care

পুজোর আগে ভ্রু ঘন করতে নিয়ম করে ব্যবহার করতে পারেন তিনটি প্যাক! কী ভাবে বানাবেন?

ঘন ভ্রু সৌন্দর্যের মাত্রা ঠিক করে দিতে পারে।ঘন ভ্রু সৌন্দর্যের মাত্রা ঠিক করে দিতে পারে। তবে সবার ভ্রু ঘন হয় না । পুজোর আগে সৌন্দর্য চর্চা করলে, মন দিন ভ্রুতেও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ২১:০০
Share:

ছবি : সংগৃহীত।

চোখের সৌন্দর্য তো বটেই মুখের আদলও ঠিক করে দেয় ভ্রু। কাব্যে নারীর রূপে বাঁকা ধনুকের মতো ভ্রুয়ের যে প্রশংসা দেখা যায়, তা অকারণ নয়। ঘন ভ্রু সৌন্দর্যের মাত্রা ঠিক করে দিতে পারে। তবে ভ্রু ঘন হবে কি না, তা নির্ভর করে অনেক কিছুর উপরে। কারও জিনগত ভাবেই ভ্রু পাতলা হয়, কারও অন্য কোনও কারণে। পুজোর আগে সৌন্দর্য চর্চা করলে, মন দিন ভ্রুতেও। নীচের তিনটি প্যাক ব্যবহার করে বাড়িয়ে নিন ভ্রুর ঘনত্ব।

Advertisement

১. ক্যাস্টর অয়েল ও ভিটামিন ই প্যাক

ক্যাস্টর অয়েল চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, যা নতুন চুল গজাতে সহায়তা করে। ভিটামিন ই তেল চুলের ফলিকলকে পুষ্টি জোগায় এবং চুল পড়া কমায়।

Advertisement

১ চামচ ক্যাস্টর অয়েল, ১টি ভিটামিন ই ক্যাপসুল একটি বাটিতে মিশিয়ে নিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি পরিষ্কার কটন বাড ব্যবহার করে এই মিশ্রণটি ভ্রুতে লাগান। পরের দিন সকালে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে প্রতিদিন এটি ব্যবহার করুন।

২. নারকেল তেল ও অ্যালোভেরা জেল প্যাক

নারকেল তেল চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। অ্যালোভেরা জেল ভ্রুর চুলকে কন্ডিশন করে এবং ভেঙে যাওয়া রোধ করে।

১ চামচ নারকেল তেল, ১ চামচ তাজা অ্যালোভেরা জেল ভাল ভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি আঙুল দিয়ে বা কটন বাড দিয়ে ভ্রুতে আলতো করে মাসাজ করুন। ১৫-২০ মিনিট রেখে দিন, তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ৩-৪ বার ব্যবহার করা যেতে পারে।

৩. পেঁয়াজের রস প্যাক

পেঁয়াজের রসে প্রচুর পরিমাণে সালফার থাকে, যা চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করে এবং চুল ঘন করতে খুবই কার্যকরী।

১টি ছোট পেঁয়াজ মিহি করে বেটে রস বের করে নিন। একটি কটন বাড দিয়ে ওই রস ভ্রুতে লাগান। ১৫-২০ মিনিট রেখে দিন। তার পরে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এটি ব্যবহার করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement