Eyelash Care Tips

মাস্কারার দরকার নেই! দরকার নেই নকল চোখের পাতার, আঁখি পল্লব ঘন হবে ৩ প্রাকৃতিক উপায়ে

মেক আপের অন্যতম অঙ্গ হিসাবে ব্যবহার করা হয় মাস্কারা। অনেকে চোখে নকল পল্লবও পরেন। কিন্তু কিছু বিশেষ উপায়ে চোখের পাতার যত্ন নিলে আঁখি পল্লব এমনিতেই ঘন এবং দীর্ঘ দেখাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ২০:৩৪
Share:

ছবি : সংগৃহীত।

মুখমণ্ডলের সবচেয়ে আকর্যণীয় বৈশিষ্ট্য লুকিয়ে থাকে চোখে। দর্শনধারী দুনিয়ায় তাই সেই চোখকে সুন্দর দেখাতে চান অনেকেই। চোখের সৌন্দর্যের অনেক খানি নির্ভর করে চোখের পল্লবে। যে কারণে মেক আপের অন্যতম অঙ্গ হিসাবে ব্যবহার করা হয় মাস্কারা। অনেকে চোখে নকল পল্লবও পরেন। কিন্তু কিছু বিশেষ উপায়ে চোখের পাতার যত্ন নিলে আঁখি পল্লব এমনিতেই ঘন এবং দীর্ঘ দেখাবে।

Advertisement

চোখের পাতার যত্ন নিতে কী করবেন?

গ্রিন টি: অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই চা ঘন এবং দীর্ঘ আঁখি পল্লব পেতে সাহায্য করে। তার জন্য আলাদা করে কোনও পরিশ্রমের দরকার নেই। রোজ যে গ্রিন টি খান, তার থেকে ২ চামচ আলাদা করে সরিয়ে রাখুন। তার পরে সেটি ফ্রিজে রেখে ঠান্ডা করে তুলো দিয়ে লাগিয়ে নিন চোখের পাতায়। দীর্ঘ হবে পল্লব।

Advertisement

জলপাই তেল: অলিভ অয়েল বা জলপাই তেল চুলের বৃদ্ধিতে সাহায্য করে। আঁখিপল্লবের ক্ষেত্রেও এটি ততটাই কার্যকরী। আঙুলে ১ ফোঁটা জলপাই তেল নিন। তার পরে চোখ বন্ধ করে পাতার উপর লাগিয়ে দিন। দেখবেন, তিন-চার সপ্তাহেই তফাত চোখে পড়ছে।

ক্যাসটর তেল: চুলের ঘনত্ব বাড়িয়ে নিতে ক্যাস্টর অয়েল লাগানোর পরামর্শ দেন রূপচর্চা শিল্পীরা। চোখের পাতায় এই তেল লাগালেও আঁখি পল্লব ঘন হবে। দৈর্ঘ্যেও বাড়বে। জলপাই তেল লাগানোর মতো করেই ক্যাসটর তেল লাগান চোখের পাতায়। এর ফ্যাটি অ্যাসিড পাতার লোমগুলিকে ঘন এবং দীর্ঘ করবে।

সতর্কতা:

  • যেকোনো তেল বা তরল চোখে ব্যবহারের আগে হাতে অল্প লাগিয়ে দেখুন কোনো প্রকার অস্বস্তি বা জ্বালা করছে কি না। তার পরে চোখের পাতায় ব্যবহার করুন।
  • তেল বা গ্রিন টি ব্যবহার করার সময় খেয়াল রাখবেন যাতে চোখে না ঢুকে যায়, কারণ এর ফলে সাময়িক ঝাপসা দেখা বা চোখ জ্বালা করার মতো সমস্যা হতে পারে।
  • মনে রাখবেন এই পদ্ধতিগুলি রাতারাতি ফল দেবে না। নিয়মিত এবং ধৈর্য ধরে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যেতে পারে।
  • যদি চোখের পল্লব অতিরিক্ত ঝরে যায়, তবে তার নেপথ্যে কোনো গুরুতর শারীরিক সমস্যাও থাকতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া সমীচিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement