মেকআপ ব্লেন্ডার দিয়ে শুধু ফাউন্ডেশন নয়, ব্লাশও মুখে লাগিয়ে নেওয়া যায়। জেনে নিন এটি ব্যবহারের রকমারি কৌশল। ছবি: সংগৃহীত।
জিনিসটি আদতে স্পঞ্জ। কোনওটি দেখতে ডিম্বাকার, কোনওটি আবার অন্য রকম। স্পঞ্জের সামনের প্রান্ত শঙ্কু আকৃতির, পিছনের অংশ ভোঁতা বা সমান। এমন জিনিস এখন পরিচিত মেকআপ ব্লেন্ডার বা বিউটি স্পঞ্জ নামে। সাজগোজের সময় ফাউন্ডেশন ত্বকের সঙ্গে খুব ভাল করে মিশিয়ে দিতেই জিনিসটি কাজে লাগে। তবে জিনিসটির ছুঁচলো প্রান্ত থেকে ডিম্বাকার অংশ দিয়ে কিন্তু বাকি মেকআপও সেরে ফেলা যায়। জেনে নিন কৌশল।
মেকআপ স্পঞ্জ বা বিউটি ব্লেন্ডারের ব্যবহার বিধি
· ফাউন্ডেশন মুখে মেলানোর আগে ব্লেন্ডার বা স্পঞ্জটি জলে ধুয়ে খুব ভাল করে জল নিংড়ে নিতে হয়। ভেজা ভাব থাকলে ফাউন্ডেশন মুখের সঙ্গে মেলাতে সুবিধা হয়।
· স্পঞ্জে ফাউন্ডেশন নিয়ে নয়, বরং গোটা মুখে টিপ টিপ করে সেটি লাগিয়ে নিতে হয়। তার পর ভেজা স্পঞ্জ দিয়ে সেটি আলতো করে মিলিয়ে দেওয়াই নিয়ম।
· স্পঞ্জের বা ব্লেন্ডারের উপরের যে ছুঁচলো অংশটি থাকে, সেটির সাহায্যে নাকে, চোয়ালের অংশে বা গালে কন্টুর করে নিতে পারেন। নাক, গাল ধারালো দেখানোর জন্যই এই পন্থা। ত্বকের যে রং, তার চেয়ে একটু গাঢ় কনসিলার ব্যবহার করে কাজটি করা যায়। ব্লেন্ডারের গায়ের অংশটি দিয়ে সেই রং সঠিক ভাবে মিলিয়েও দিতে হয় নাকের দু’পাশে বা চোয়ালে।
· মুখে পাউডারও লাগানো যায় এটি ব্যবহার করে। চোখের নীচে পাউডার মাখতে ব্যবহার করুন স্পঞ্জের সরু মুখটি। এতে সুবিধা হবে। বাকি অংশের জন্য এর সমতল বা ভোঁতা দিকটি।
· ক্রিম ব্লাশ ব্যবহারের জন্যও কাজে লাগাতে পারেন বিউটি ব্লেন্ডারটি। মুখে ব্লাশ লাগিয়ে ভোঁতা অংশটি দিয়ে থুপে থুপে সেটি মুখে মিলিয়ে দিন।