Fashionable Skirt

স্কার্টের ফুরফুরে সাজই গরমে মানানসই, অসমান না কি প্লিটেড, মিনি না কি মিডি, কেমন পরবেন?

গরমের জন্য উপযুক্ত পোশাকের সন্ধানে থাকলে স্কার্টের সম্ভার থেকেই বেছে নিতে পারেন। কিন্তু আরামের পাশাপাশি ফ্যাশনের কথাও মাথায় রাখা দরকার। আর সে রকম পাঁচ ধরনের স্কার্টের খোঁজ দেওয়া হল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ১০:২৬
Share:

গরমের জন্য উপযুক্ত স্কার্ট দেখে বেছে নিন নিজের জন্য। ছবি: সংগৃহীত।

গ্রীষ্মের সাজের পোশাকের মধ্যে স্কার্ট খুবই আরামপ্রদ। শরীরে হাওয়া চলাচল ভাল হয়। ফুরফুরে হালকা পোশাক মানেই স্কার্ট এবং টপ বা শার্ট। গরমের জন্য উপযুক্ত পোশাকের সন্ধানে থাকলে স্কার্টের সম্ভার থেকেই বেছে নিতে পারেন। কিন্তু আরামের পাশাপাশি ফ্যাশনের কথাও মাথায় রাখা উচিত। আর সে রকম পাঁচ ধরনের স্কার্টের খোঁজ দেওয়া হল। নিজের জন্য উপযুক্ত কোনটি, দেখে নিন।

Advertisement

সুতির প্লিট দেওয়া স্কার্ট: ভ্যাপসা গরমের সময়ে সুতির কাপড়ের পোশাকই দস্তুর। প্লিট দেওয়া সুতির স্কার্টেই সবচেয়ে বেশি আরাম। সাজের জগতেও এই ধরনের স্কার্ট সর্বদা গুরুত্ব পায়।

সুতির প্লিট দেওয়া স্কার্ট। ছবি: সংগৃহীত।

ডেনিম মিডি স্কার্ট: সুতির থেকে ভারী হলেও ডেনিম কম আরামদায়ক নয়। বিশেষ করে যদি সেই কাপড়ের স্কার্ট পরেন। ডেনিম স্কার্টের সঙ্গে হালকা টপ বা শার্ট, পায়ে স্নিকার্স। এই সাজ গরমের সঙ্গে দিব্যি লড়ে যেতে পারে।

Advertisement

ডেনিম মিডি স্কার্ট। ছবি: সংগৃহীত।

স্ট্রেট ফিটের সিল্কের স্কার্ট: অফিস এবং পার্টিতে যাওয়ার মানানসই পোশাকের মধ্যে থাকতে পারে স্কার্ট। কেবল ডিজ়াইন এবং কাপড়ে আনতে হবে বদল। ফর্মাল সাজের প্রয়োজনে সিল্কের স্ট্রেট ফিট কাটের স্কার্ট পরতে পারেন।

স্ট্রেট ফিটের সিল্কের স্কার্ট। ছবি: সংগৃহীত।

টেনিস স্কার্ট: ঢিলেঢালা টিশার্ট বা শার্টের নীচে টেনিস স্কার্ট ফ্যাশনপ্রেমীদের পছন্দের সাজ। গরমের সময়ে এমন হালকা পোশাকে সাজলে শরীরে অস্বস্তি কম হয়। এই ধরনের স্কার্ট মিনি এবং মিডি— দুই অবতারেই জনপ্রিয়।

টেনিস স্কার্ট। ছবি: সংগৃহীত।

অসমান কাটের স্কার্ট: সামনে ও পিছনে, ডানে ও বাঁয়ে, কোনও দিকের সঙ্গে অন্য দিকের মিল নেই। অসমান করে কাটা এই স্কার্ট ফ্যাশন জগতে আদৃত। বিভিন্ন দিকে বিভিন্ন দৈর্ঘ্য।

অসমান কাটের স্কার্ট। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement