ছবি : সংগৃহীত।
মুখের ত্বকের যত্ন নিলেও শরীরের বাকি অংশের ত্বক নিয়ে খুব একটা ভাবেন না অনেকেই। হাতে-পায়ে, ঘাড়ে-গলায় সাবান মেখেই তাঁরা ভাবেন যত্ন নেওয়া হল। কিন্তু নিয়মিত সাবান মেখে স্নানটাও যত্ন নিয়ে করা হয় কি? সেই সময়ই অনেকে পান না। ফলে অলক্ষ্যে জমতে থাকে ময়লা। ধীরে ধীরে ত্বক শুষ্ক হয়, কালচে ছোপ পড়ে, হারিয়ে যায় স্বাভাবিক ঔজ্জ্বল্য।
ত্বকের সেই স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরে পেতে কাজে লাগতে পারে বডি স্ক্রাব। বেসন, আটা আর ঘি দিয়ে তৈরি একটি বিশেষ স্ক্রাব সপ্তাহে ১-২ দিন যদি ব্যবহার করা যায়, তা হলে ত্বকে দীর্ঘ দিন ধরে জমা মৃতকোষ এবং ময়লা দূর হবে, কমবে রোদে পোড়া ভাব। ঘি ত্বকে পুষ্টি জুগিয়ে ত্বককে করবে উজ্জ্বল।
কী ভাবে বানাবেন?
উপকরণ:
বেসন: ২ টেবিল চামচ
আটা: ১ টেবিল চামচ
ঘি: ১ চা চামচ
হলুদ গুঁড়ো : এক চিমটে
মিশ্রণটি তরল করার জন্য পরিমাণ মতো কাঁচা দুধ অথবা টক দই অথবা গোলাপ জল ব্যবহার করুন।
প্রণালী:
একটি পাত্রে আটা, বেসন এবং হলুদ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিন।
এ বার এতে ঘি মেশান এবং ভাল ভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশ্রণটির সাথে মিশিয়ে নিন।
সবশেষে ওই মিশ্রণে ধীরে ধীরে দুধ বা দই মেশান অথবা গোলাপ জল দিন। মনে রাখবেন মিশ্রণটি খুব বেশি পাতলা হবে না।
পদ্ধতি:
স্নানের আগে পুরো শরীরে, বিশেষ করে কনুই, হাঁটু, গলা এবং যেখানে কালো ছোপ আছে, সেখানে এটি লাগান। আলতোভাবে এবং বৃত্তাকারে ঘষে ঘষে ২-৩ মিনিট স্ক্রাব করুন। জোরে ঘষবেন না, কারণ এতে ত্বকের ক্ষতি হতে পারে। ৫-১০ মিনিট রেখে দিন। তার পরে হালকা গরম জল দিয়ে আলতোভাবে মাসাজ করে ধুয়ে ফেলুন।