Pudina Exfoliator for summer

পুদিনা পাতা দিয়ে ত্বককে মৃতকোষ মুক্ত করুন, গরমে বজায় থাকবে তরতাজা ভাবও

বাজারে পুদিনা পাতা সহজলভ্য। তা দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন পুদিনা এক্সফলিয়েটর। যা গরমে রোদে পোড়া ত্বককে আরাম দেবে, ত্বকে ফেরাবে জেল্লা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৫ ২০:৪৪
Share:

ছবি : সংগৃহীত।

গরমে যেমন তরতাজা থাকা জরুরি। তেমনই ত্বককে মৃতকোষ মুক্ত রাখাও দরকারি। পুদিনা পাতা দিয়ে তৈরি একটি মাস্ক এই দু’টি কাজই করতে পারে। বাজারে পুদিনা পাতা সহজলভ্য। তা দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন পুদিনা এক্সফলিয়েটর। যা গরমে রোদে পোড়া ত্বককে আরাম দেবে, ত্বকে ফেরাবে জেল্লা।

Advertisement

কী ভাবে বানাবেন?

উপকরণ: ১-২ টেবিল চামচ থেঁতো করা পুদিনা পাতা

Advertisement

১/৪ কাপ চিনি

১/৪ কাপ নারকেল তেল

১/৪ কাপ আমন্ড অয়েল

লেবুর রস কয়েক ফোঁটা

প্রণালী: একটি বাটিতে প্রথমে চিনি এবং পুদিনা পাতা ভাল ভাবে মিশিয়ে নিন। তার পরে দিন তেল। এ বার তেল চামচে করে ভাল ভাবে ফেটান। যত ক্ষণ চিনি গলে যাচ্ছে। এর পরে কয়েক ফোটা লেবুর রস বা লেবুর খোসা কোরানো দিন। তার পরে আরও এক বার ভাল ভাবে মিশিয়ে একটি বায়ু রোধক কাচের পাত্রে তুলে রাখুন। রোদে বা গরম জায়গায় রাখবেন না।

কী ভাবে ব্যবহার করবেন?

অল্প পরিমাণে নিয়ে মুখে ভাল ভাবে ঘষে ঘষে মাসাজ করুন মিনিট পাঁচেক। তার পরে মুখে রেখে দিন আরও ১০ মিনিট। ঈষদোষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement