Vitamin A Facepack

ত্বকের বার্ধক্য রুখতে পারে ভিটামিন এ, বাড়িতে বানানো ফেসপ্যাকে তা কী ভাবে রাখবেন?

ভিটামিন এ-তে থাকা রেটিনয়েডস ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে তো বটেই। তার পাশাপাশি ব্রণ কমাতে, ত্বককে রোদের হাত থেকে বাঁচাতে এবং ত্বকের দাগ ছোপ দূর করতে সাহায্য করে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ২০:৩৯
Share:

ছবি : সংগৃহীত।

বয়স বাড়লে ত্বকে তার যে ছাপ পড়ে, তা কমানোর জন্য অত্যন্ত উপকারী ভিটামিন এ। সেই ভিটামিন এ আপনি রাখতে পারেন বাড়িতে তৈরি করা ফেসপ্যাকেও।

Advertisement

ভিটামিন এ-তে থাকা রেটিনয়েডস ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে তো বটেই। তার পাশাপাশি ব্রণ কমাতে, ত্বককে রোদের হাত থেকে বাঁচাতে এবং ত্বকের দাগ ছোপ দূর করতে সাহায্য করে।

১. গাজর, মধু, অ্যালোভেরা এবং রেটিনল ক্রিম মাস্ক:

Advertisement

উপকরণ: ১ টেবিল চামচ গাজরের পিউরি, আধ টেবিল চামচ মধু, ১ চা চামচ অ্যালোভেরা জেল এবং একটি বড় ফোঁটা রেটিনল ক্রিম।

প্রণালী: সমস্ত উপাদান একত্রিত করুন, চোখের চারপাশের অং? বাদ দিয়ে মুখে লাগান এবং কিছু ক্ষণ পরে ধুয়ে ফেলুন।

২. পেঁপে, কুমড়ো এবং আদার মাস্ক:

উপকরণ: পেঁপের খোসা, ফ্রিজে রেখে ঠান্ডা করা কুমড়ো, কুঁচি করা আদা, জোজোবা তেল, মধু এবং এসেন্সিয়াল অয়েল।

প্রণালী: উপকরণগুলি দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে মুখে লাগান। ১০-১৫ মিনিট রেখে তার পরে ধুয়ে ফেলুন।

৩. দই এবং কলার মাস্ক:

উপকরণ: ১ টেবিল চামচ দই এবং ১টি ছোট কলা।

প্রণালী: কলা চটকে দইয়ের সাথে মিশিয়ে মুখ এবং ঘাড়ে লাগান, ১৫-২০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement