Baby Hair Care by Debina

সন্তানের কেশচর্চা নিয়ে হিমশিম? দুই শিশুর চুলের যত্ন নিতে ঝক্কিহীন কৌশলের খোঁজ পেয়েছেন দেবিনা

দুই সন্তানের মা দেবিনা। তাদের কেশচর্চার জন্য সুবিধাজনক এক কৌশলের সন্ধান পেয়েছেন দেবিনা। যেখানে ঝক্কি বেশি নেই। অনেকের জন্যই এই পদ্ধতি কার্যকরী হতে পারে। জেনে নিন উপায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ২০:১৫
Share:

দেবিনার দুই সন্তানের কেশচর্চার রুটিন। ছবি: সংগৃহীত।

সন্তানকে স্কুলের জন্য প্রস্তুত করা যে বড় কষ্টকর কাজ, তা স্বীকার করেন অনেক বাবা-মা। ঘুম ভাঙানো, শৌচালয়ে পাঠানো, স্নান করানো, খাওয়ানো, ব্যাগ গুছিয়ে দেওয়া, তার পর পোশাক পরানো— সদ্য স্কুলে ভর্তি হওয়া শিশুদের ক্ষেত্রে এ কাজ মোটেও সহজ নয়। আর এই বিশৃঙ্খলার মাঝে শিশুর ত্বকের, চুলের যত্ন নেওয়ার কাজ বড়ই কঠিন বলে মনে হয়। কিন্তু এখানে সহায় হতে পারেন মুম্বইয়ের টেলিভিশন তারকা, বঙ্গতনয়া দেবিনা বন্দ্যোপাধ্যায়। দুই সন্তানের মা দেবিনা। বড় কন্যার বয়স ৩ বছর, ছোট কন্যা আড়াই বছরের। তাদের কেশচর্চার জন্য সুবিধাজনক এক কৌশলের সন্ধান পেয়েছেন দেবিনা। যেখানে ঝক্কি বেশি নেই। ঘরোয়া এক ভেষজ স্প্রে দিয়ে মেয়েদের চুলের যত্ন নেওয়ার ফলে তাদের চুল বেশ পুষ্ট আর সতেজ বলে দাবি গুরমিত চৌধরির স্ত্রীর।

Advertisement

কিন্তু কী ভাবে বানাতে হয় এই স্প্রে?

স্কুলে বেরোনোর আগে অথবা রাতে ঘুমোতে যাওয়ার আগে দেবিনা মেয়েদের চুলে এই স্প্রে ছিটিয়ে দেন। ছবি: সংগৃহীত।

রোজ়মেরি পাতা, কারিপাতা আর মেথি দানা— এই তিন উপাদান একসঙ্গে জলে ফোটানো হয় যত ক্ষণ না জল কমে আসে। ঠান্ডা হলে সেটি ছেঁকে নিয়ে স্প্রে বোতলে ভরে রাখতে হয়। দেবিনা জানান, প্রতি দিন সকালে স্কুলে বেরোনোর আগে অথবা রাতে ঘুমোতে যাওয়ার আগে তিনি মেয়েদের চুলে এই স্প্রে ছিটিয়ে দেন। যেহেতু তেলে নয়, জলে মেশানো হয়, তাই চিটচিটে ভাব থাকে না। দ্রুত শুকিয়েও যায়। তাই স্কুলের যাওয়ার আগে শ্যাম্পু বাধ্যতামূলক নয়।

Advertisement

কেন উপকারী এই মিশ্রণ?

কারিপাতা: ভিটামিন, অ্যামিনো অ্যাসিড আর অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর, যা মাথার ত্বক সুস্থ রাখে ও চুলের গোড়া মজবুত করে।

মেথি দানা: প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড সমৃদ্ধ, যা চুল পড়া কমাতে এবং চুলকে উজ্জ্বল করতে সাহায্য করে।

রোজ়মেরি পাতা: রক্ত সঞ্চালন বাড়ায়, ফলে নতুন চুল গজাতে সাহায্য করে বলে মনে করা হয়।

শিশুদের জন্য কি আদৌ নিরাপদ?

কারিপাতা, মেথি আর রোজ়মেরি ক্ষতিকারক উপাদান নয়। তবু শিশুদের মাথার ত্বক খুব সংবেদনশীল, তাই আগে কানের পিছনে সামান্য ব্যবহার করে অর্থাৎ প্যাচ টেস্ট করে দেখে নিতে হবে কোনও অ্যালার্জি হচ্ছে কি না। তার পর কেশচর্চার রুটিনে যোগ করা যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement