পরিণীতি চোপড়ার সাজকাহন। ছবি: সংগৃহীত।
প্রকাশ্যে এলেন সদ্যোজাতর মা। নিজের ভ্লগে মেকআপ করা শেখালেন অনুরাগীদের। এ আর এমন কী বিষয়, তাই না? পরিণীতি চোপড়ার এই শিক্ষা নতুন মায়েদের জন্য বেশ উপকারী হতে পারে। বলিউড তারকা এমন কিছু সাজকায়দা শেখালেন, যা নায়িকারা সম্ভবত গোপন করেন। কারণ কয়েক মিনিটের মধ্যে ন্যূনতম প্রসাধন সামগ্রী দিয়েই যে এমন নিখুঁত মেকআপ করা যায়, তা কে জানত! ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়েই জোড়াতালি দিয়ে মেকআপ করা শিখেছেন বলে জানালেন রাঘব চড্ঢার স্ত্রী।
পরিণীতি চোপড়া শেখালেন মেকআপ। ছবি: সংগৃহীত।
শিখে নিন পরিণীতির মেকআপ
নায়িকা প্রথমেই ময়েশ্চারাইজ়ার মেখে ত্বককে নরম করে নেন। তার পর প্রাইমার বা কনসিলারের ধাপ বাদ দিয়ে সরাসরি ফাউন্ডেশন ব্যবহার করেন। মাত্র এক ফোঁটাই তাঁর জন্য যথেষ্ট। ফাউন্ডেশনের শিশির ঢাকনাটি প্যালেট হিসেবে ব্যবহার করেন অভিনেত্রী। হাতের তালুর উল্টোদিককে প্যালেট হিসেবে ব্যবহার করার বিরোধী নায়িকা। আর শক্ত ব্রাশ দিয়ে পুরো মুখে সমান ভাবে মেখে নেন।
রূপটান শিল্পীরা সাধারণত মেকআপের একেবারে শেষ ধাপে লিপস্টিক পরান। যাতে ঠোঁটের সাজ না ঘেঁটে যায়। কিন্তু নায়িকার ক্ষেত্রে বিষয়টি উল্টো। তিনি আগেভাগেই লিপস্টিক পরে নেন। পরিণীতির কথায়, ‘‘লিপস্টিক না পরা পর্যন্ত আমায় অসুস্থ দেখায়। তাই আমি আগেই পরে নিই।’’ মেকআপে আলস্য আসে বলে তিনি ঠোঁট, গাল এবং চোখে একই রং ব্যবহার করেন। চোখের নীচ থেকে নাক পর্যন্ত ব্লাশ ব্যবহার না করে কেবল চোখের শেষ কোণায় অর্ধাগোলাকৃতিতে অল্প ব্লাশ মেখে নেন পরিণীতি।ইন্ডাস্ট্রির এক রূপটানশিল্পীর থেকে এই কৌশল শিখেছিলেন নায়িকা।
আইলাইনারে তিনি ব্রাউন পেন্সিল বেছে নিয়েছেন। সঙ্গে লিপ লাইনার দিয়ে প্রান্ত এঁকে নেওয়ার পরামর্শ দিয়েছেন। চোখের প্রান্ত থেকে যদি একটি রেখা টেনে ভ্রুতে যোগ করতে হয়, তা হলে যে দিকে পেন্সিল নিয়ে যেতে হবে, সে দিকেই অল্প একটু গিয়ে থেমে যেতে হবে। তা পর সেই রেখাটি শ্যাডোর সঙ্গে মিশিয়ে দিতে হবে হাত দিয়ে ঘেঁটে দিয়ে। মাস্কারায়ার ক্ষেত্রে তাঁর ছোট কিন্তু কার্যকর একটি পরামর্শ হল, চোখের পাতার ঠিক নীচে মাস্কারা ব্রাশ রেখে করে বাঁ দিক থেকে ডান দিকে টেনে নিয়ে যেতে হবে। তাতেই গাঢ় হবে চোখের সাজ।