ছবি : সংগৃহীত।
'উমরাও জান'-এর রেখা এক রকম। তাঁর চলনে বলনে যা ছিল, তার ব্যাখ্যা করতে হলে শুদ্ধ উর্দুর আশ্রয় নিয়ে বলতে হয়— নজ়াকত। যার কাছাকাছি বাংলায় অর্থ হতে পারে কমনীয়তা, লাবণ্য। কিন্তু ‘সিলসিলা’র রেখা তেমন নন। সেখানে তিনি স্মার্ট, আধুনিকা। তাঁর স্বচ্ছ শিফন শাড়ির আড়ালে স্পষ্ট হয় হল্টারনেক স্লিভলেস ব্লাউজ়ের গলার কাটিংয়ের বিপজ্জনক গভীরতা। ফুটে ওঠে চাপা যৌন আবেদন! খোলা চুল, চোখে পরিমিত কাজল, গাঢ় মভ লিপস্টিকে আশির দশকে বিদ্ধ হয়েছেন বহু পুরুষ। চুয়াল্লিশ বছর পর সেই রেখার এক জলছবি হঠাৎ প্রকট হল, দেখা গেল জুনের এক বর্ষামুখর সন্ধ্যায়!
খোলা চুল, চোখে পরিমিত কাজল, গাঢ় মভ লিপস্টিকে আশির দশকে বিদ্ধ হয়েছেন বহু পুরুষ।
শুক্রবারই সিনেমা হলে নতুন করে মুক্তি পেয়েছে রেখা এবং ফারুখ শেখ অভিনীত ক্লাসিক ‘উমরাও জান’। তার আগের সন্ধ্যায় মুম্বইয়ে আয়োজন করা হয়েছি্ল এক নক্ষত্রখচিত প্রিমিয়ারের। নতুন ছবি মুক্তি পাওয়ার আগে বিশিষ্টদের ডেকে যেমন দেখানো হয়, ঠিক তেমনই 'উমরাও জান' ছবির স্ক্রিনিংয়েও হাজির ছিলেন বলিউডের বিশিষ্টেরা। এআর রহমান, আমির খান, অনিল কপূর থেকে শুরু করে হেমা মালিনী, তব্বু, জাহ্নবী কপূর— কে না ছিলেন সেখানে! এসেছিলেন আলিয়া ভট্টও। তবে তাঁকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল উপস্থিত জনগণের হৃদ্পিণ্ড। কারণ ‘উমরাও জান’ ছবির স্ক্রিনিংয়ে আলিয়া এসেছিলেন ‘সিলসিলা’-র রেখা সেজে!
‘উমরাও জান’ ছবির স্ক্রিনিংয়ে আলিয়া এসেছিলেন ‘সিলসিলা’-র রেখা সেজে!
সেই একই রকমের ফিনফিনে শিফনের শাড়ি। একই ধরনের শরীরী আদল স্পষ্ট করে তোলা ব্লাউজ় এবং তাতে বিপজ্জনক গভীরতার স্লিট, যার প্রান্ত থেমেছে বক্ষ বিভাজিকার মাঝামাঝি। খোলা চুল, উন্মুক্ত হাত আর চোখে সেই সরু কাজলের রেখা। কপালে টিপ, ঠোঁটে গোলাপি আভার লিপস্টিক। সব কিছু যেখানে যতটা থাকা উচিত, ঠিক ততটাই নিখুঁত। আলিয়াকে দেখে যে কয়েক মুহূর্তের জন্য রেখার কথা মনে পড়েছিল, তাতে ভুল নেই কোনও। কিন্তু এত করেও আলিয়া 'সিলসিলা'-র রেখা হতে পারলেন কি? সমাজমাধ্যম এ নিয়ে দ্বিধাবিভক্ত।
রেখার মধ্যে, তাঁর হাবেভাবে যে আবেদন ফুটে উঠেছিল, তা আলিয়ার মধ্যে কোথায়!
আলিয়ার জন্য 'সিলসিলা'-র রেখার লুকটি যুগপোযোগী করে তৈরি করেছিলেন বলিউডের খ্যাতনামী পোশাকশিল্পী তরুণ তেহলানি। তার পোশাক পরিকল্পনার দায়িত্বে ছিলেন রিয়া কপূর। তবে বলিউড ভক্তেরা একটা বড় অংশ বলছেন, আলিয়া হয়তো রেখার সাজপোশাকের অনুকরণ করতে পেরেছেন, কিন্তু রেখার মধ্যে, তাঁর হাবেভাবে যে আবেদন ফুটে উঠেছিল, তা আলিয়ার মধ্যে কোথায়! যদিও আলিয়ার অনুরাগীরা জানিয়েছেন, আলিয়াকে রেখার মতোই সুন্দর দেখাচ্ছে। অনুষ্ঠানে রেখা এবং আলিয়ার পাশাপাশি দাঁড়ানো ছবি পোস্ট করে অনেকে আলিয়াকে ‘রেখার যোগ্য উত্তরসূরী’ বলেও উল্লেখ করেছেন।