Aditi Rao Hydari at Cannes

কান চলচ্চিত্র উৎসবে লাল শাড়ি, লাল টিপ পরে খাঁটি ‘ভারতীয় নারী’ অদিতি রাও হায়দরি!

চলচ্চিত্রোৎসব হলেও সংবাদমাধ্যমের নজর থাকে তারকাদের ফ্যাশনেই। বিগত বছরগুলিতে কানে ভারতীয় অভিনেতা অভিনেত্রীরা পাশ্চাত্য অনুপ্রাণিত পোশাকে ফ্যাশন দুনিয়ার নজর কেড়েছেন। অদিতি ব্যতিক্রমীদের তালিকায় নিজের নাম লেখালেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১৯:৪৯
Share:

কান চলচ্চিত্রোৎসবে অদিতি রাও হায়দরির ব্যতিক্রমী সাজ। ছবি : সংগৃহীত।

বিয়ে করেছেন ক্রিম সাদা রঙের শাড়ি পরে। তবে নববধূর মতো সাজলেন কান চলচ্চিত্র উৎসবে। লাল শাড়ি, লাল টিপ আর মাথা ভর্তি সিঁদুর পরে কানের রাস্তায় হাঁটলেন অদিতি রাও হায়দরি। বিদেশে অদিতির এমন দেশজ অবতার দেখে চোখ সরাতেই পারছেন না বলিউড ভক্তেরা।

Advertisement

কান চলচ্চিত্রোৎসবের লাল গালিচায় দেশ বিদেশের তারকারা আসেন। আসেন ভারতীয় সিনেমা জগতের তারকারাও। চলচ্চিত্রোৎসব হলেও নজর থাকে সেই তারকাদের ফ্যাশনে। বিগত বছরগুলিতে কানে ভারতীয় অভিনেতা অভিনেত্রীরা পোশাকে ফ্যাশন দুনিয়ার নজর কেড়েছেন। তবে তাঁদের অধিকাংশেই পরেছেন পাশ্চাত্য অনুপ্রাণিত গাউন।

কেউ কেউ ভারতীয় ঘরানার পোশাক পরলেও তাতে নানা রকমের বিদেশি ভাবনাকে জুড়েছেন। কান চলচিত্রোৎসবে হাল আমলের বলিউডের নায়িকারা শাড়ি-ব্লাউজ় পরলেও তা অধিকাংশ ক্ষেত্রেই সাধারণ শাড়ি-ব্লাউজ়ের মতো পরেননি। অদিতি সেই ব্যতিক্রমীদের তালিকায় নিজের নাম লেখালেন।

Advertisement

কানে অদিতি পরেছিলেন ভারতীয় ব্র্যান্ড ‘র ম্যাঙ্গো’র লাল রঙের সিল্কের শাড়ি। সেই শাড়িও প্রায় নকশাহীন। টুকটুকে টম্যাটো লাল রঙের শাড়িতে নীল ফিতে পাড়। তার উপরে খুব ফিনফিনে সোনালি সুতোর বুনন পাড়ের উপরে এবং আঁচলে। এর সঙ্গে অদিতি পরেছেন লাল রঙের স্লিভলেস ব্লাউজ়। গলায় রঙিন কুন্দনের চোকার। ব্যাস। গয়না আর পোশাক ওইটুকুই।

তবে সব ছাড়িয়ে অদিতির সাজে নজর কেড়েছে তাঁর সিঁথির চওড়া সিঁদুরের দাগ। মাথায় একটা আলগা হাতখোঁপা করেছেন নায়িকা। তার সঙ্গে কপালে লাল টিপ। ঠেঁটে হালকা গোলাপি আভার লালচে লিপস্টিক। একেবারে নববধূর মতোই দেখাচ্ছে তাঁকে। আর এ ভাবেই কানে সমুদ্রের নীল জলের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন অদিতি।

কানের রেড কার্পেটে যেমন তারকাদের ছবি ওঠে। তেমনই সমূদ্রতীরের শহরে সৈকতে দাঁড়িয়েও ছবি তোলেন নায়িকারা। অদিতি এর আগে কানের রেড কার্পেটে হেঁটেছিলেন রুপোলি এবং কালো রঙের একটি গাউন পরে। তবে সেই সাজের থেকে অদিতির এই সাজটিই মনে ধরেছ ভক্তদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement