Shahnaz Husain on Dark Underarms

বাহুমূলে কালো জেদি ছোপ! ত্বক উজ্জ্বল করতে শেহনাজ় হুসেনের ঘরোয়া কৌশল প্রয়োগ করে দেখুন

প্রাকৃতিক উপায়ে রূপচর্চার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে আগ্রহী শেহনাজ় হুসেন। তাই বাহুমূলের কালো ছোপ ছোপ দাগ উধাও করতে হলে তাঁর কথা মতো ঘরোয়া টোটকা মেনে চলতে পারেন। মোট ৪টি কৌশলের কথা জানাচ্ছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১১:৫২
Share:

বাহুমূল হোক দাগমুক্ত। ছবি: সংগৃহীত।

ঘাম, ঘর্ষণ, শেভিং, কাপড়ের অ্যালার্জি অথবা সুগন্ধি, নানাবিধ কারণে বাহুমূলের স্বাভাবিক রং নষ্ট হতে থাকে। কালো ছোপ ছোপ দাগ পড়ে যায় দুই হাত ও কাঁধের তলার অংশে। আর সে দাগ অধিকাংশ ক্ষেত্রেই জেদি প্রকৃতির। তেল, সাবান, স্ক্রাব— কিছুতেই কালো ছোপ দূর হয় না। সে ক্ষেত্রে শেহনাজ় হুসেনের পরামর্শ মেনে দেখতে পারেন।

Advertisement

রূপচর্চার জগতে মহিলা উদ্যোগপতি হিসেবে খ্যাত শেহনাজ়। প্রাকৃতিক উপায়ে রূপচর্চার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে আগ্রহী তিনি। আর তাই নানাবিধ পরীক্ষানিরীক্ষা করে চলেছেন তিনি। বাজারচলতি পণ্যে ভরসা নেই শেহনাজ়ের। আর তাঁরই কথা মেনে ঘরোয়া টোটকা প্রয়োগ করে দেখা যেতে পারে।

বেকিং সোডা: কালো দাগ দূর করার এবং হাইপারপিগমেন্টেশনের প্রভাব কমানোর জন্য বেকিং সোডা কার্যকরী বলে মনে করেন শেহনাজ়। প্রাকৃতিক এক্সফোলিয়েট হিসেবেও কাজ করতে পারে। মৃত ত্বকের কোষ অপসারণ করে। ত্বকের ক্ষতি না করে উজ্জ্বল করতে সাহায্য করে।

Advertisement

পদ্ধতি: ১ চা চামচ গোলাপজলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে বাহুমূলে আলতো করে মালিশ করতে হবে। পরে জল দিয়ে ধুয়ে ফেলুন।

বাহুমূলের দাগ অপসারণের জন্য ঘরোয়া টোটকা প্রয়োগ করুন। ছবি: সংগৃহীত।

মুলতানি মাটি: ত্বকের কালো দাগ কমাতে মুলতানি মাটি মাখলে কাজ মিলতে পারে। ঘামের কারণে ফুস্কুড়ি হলে বা ত্বকে জ্বালা ধরলে এটি প্রাকৃতিক ভাবে শীতল করতে পারে ত্বককে।

পদ্ধতি: একটি ছোট বাটিতে ১ টেবিলচামচ মুলতানি মাটি নিয়ে তাতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দিন। সেটি বাহুমূলে মেখে ১০ মিনিট রেখে দিন। তার পর ধুয়ে ফেলুন।

টি ট্রি অয়েল: এই এসেনশিয়াল অয়েল ত্বকের জ্বালা কমানোর জন্য উপকারী। তবে সরাসরি না মেখে জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হবে। প্রয়োগ করার আগে প্যাচ টেস্ট করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন শেহনাজ়।

পদ্ধতি: ১ কাপ জলের সঙ্গে ৫ ফোঁটা টি ট্রি অয়েল নিয়ে একটি স্প্রে বোতলে ভরে স্নানের পর বাহুমূলে স্প্রে করতে হবে। ধুয়ে ফেলা বা মুছে নেওয়ার দরকার নেই।

আলু: শেহনাজ়ের মতে, সবচেয়ে নিরাপদ এবং সহজ সমাধান হল আলুর রস। এতে উপকারিতা মিলতে পারে।

পদ্ধতি: অর্ধেক আলু কুচি করে কেটে নিন। তার পর চেপে চেপে রস বার করে নিতে হবে। অথবা গ্রেটারেও রস বার করে নিতে পারেন। ১০ মিনিটের জন্য বাহুমূলে মেখে রাখুন, পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

এর সঙ্গেই, ত্বকে সরাসরি সুগন্ধি মাখার ব্যাপারে সতর্ক হতে বলছেন শেহনাজ়। লোম অপসারণের জন্য শেভিং বা রাসায়নিক ব্যবহার না করে মোমের ওয়াক্সিং বেছে নেওয়া ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement