Rose Water Face Mist

গোলাপজলের ফেস মিস্ট কেনার কথা ভাবছেন, কী ভাবে এবং কখন মাখবেন? জেনে নিন উপকারও

গোলাপজলে থাকে প্রাকৃতিক হাইড্রেটিং উপাদান যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে। এর প্রদাহনাশী ও অ্যান্টি-অক্সিড্যান্টের গুণ থাকে বলে দূষণ বা রোদে পোড়ার ক্ষত সারাতে সাহায্য করে। ফেস মিস্ট ব্যবহার করেও উপকার পাবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ২০:০৫
Share:

গোলাপজলে ত্বকচর্চা। ছবি: সংগৃহীত।

শতাব্দীপ্রাচীন টোটকা। আজও একই ভাবে জনপ্রিয় গোলপজল। ত্বকের স্বাস্থ্যে বহু মানুষের ভরসা কেবল এই একটি উপাদানের উপর। সাম্প্রতিক সময়ে এটি কেবল নানা ধরনের প্রসাধনীর সঙ্গে জুটি বেঁধেছে। বাকি আর কোনও পার্থক্য নেই। নানা প্রসাধনীর মধ্যে গোলাপজলের ফেস মিস্ট ব্যবহার করতে পারেন। সব ঋতুর জন্যই উপযুক্ত। গোলাপজলের ফেস মিস্ট এখন শুধুই বিলাসিতা নয়, বরং প্রতি দিনের ত্বকচর্চার রুটিনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। দুপুরের রোদে বা ক্লান্ত সন্ধ্যায় এক ফোঁটা গোলাপজলই যেন ত্বকের প্রাণ ফেরায়।

Advertisement

গোলাপজলে থাকে প্রাকৃতিক হাইড্রেটিং উপাদান যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে। এর প্রদাহনাশী ও অ্যান্টি-অক্সিড্যান্টের গুণ থাকে বলে দূষণ বা রোদে পোড়ার ক্ষত সারাতে সাহায্য করে। ফেস মিস্ট ত্বকের উপর একটি হালকা আস্তরণ তৈরি করে, এর কারণেই সারা দিন ত্বক থাকে সতেজ। হেমন্তের এই শুষ্ক আবহাওয়ায় যেমন গোলাপজলের দরকার, তেমনই আবার তেলচিটে ত্বককে সতেজ করতেও গোলাপজলের প্রয়োজন। কেবল জানতে হবে, কখন ও কী ভাবে ব্যবহার করা উচিত এবং উপকার কী। কেনার আগে জেনে নিন।

গোলাপজলের উপকারিতা

Advertisement

• শুষ্ক ও নিস্তেজ ত্বককে মুহূর্তে আর্দ্র করে।

• অতিরিক্ত তেল বা ঘামের কারণে হওয়া ময়লা দূর করে।

• রোদে পোড়া বা জ্বালা ভাব কমায়।

• রোমছিদ্র সংকুচিত করে ত্বক টানটান রাখে।

• নিয়মিত ব্যবহারে মুখে আসে প্রাকৃতিক ঔজ্জ্বল্য ও কোমলতা।

• হালকা গোলাপের ঘ্রাণ মানসিক প্রশান্তিও এনে দেয়।

• মেকআপের আগে ত্বক প্রস্তুত করতে গোলাপজলের মিস্ট ব্যবহার করলে মেকআপ বেশি ক্ষণ স্থায়ী হয়।

গোলাপজলের উপকারিতা। ছবি: সংগৃহীত।

ব্যবহারের সঠিক সময় ও উপায়

১. সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার পর হালকা করে মিস্ট স্প্রে করুন।

২. দুপুরে রোদে বা অফিসে দীর্ঘ সময় থাকার পর এক বার ব্যবহার করুন।

৩. রাতে ময়শ্চারাইজ়ার ব্যবহার করার আগে স্প্রে করলে ত্বক সারারাত আর্দ্র থাকে।

৪. স্প্রে করার সময় মুখ থেকে একহাত দূরে ধরে চোখ বন্ধ রাখুন।

৫. প্রয়োজনে আলতো ভাবে চেপে চেপে মুখে বসিয়ে নিন। জোরে ঘষবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement