পুজোর আগে নরম ও জেল্লাদার চুল পেতে কী কী হেয়ার মাস্ক ব্যবহার করবেন? ছবি: ফ্রিপিক।
শীত, গ্রীষ্ম, বর্ষা— সব ঋতুতেই চুলের নানা সমস্যা লেগে থাকে। কখনও মাথার ত্বক শুষ্ক হয়ে যায়। আবার কখনও চুলের ডগা ফাটার সমস্যা বাড়ে। তার জন্য অবশ্য আবহাওয়া অনেকটাই দায়ী। বাতাসে আর্দ্রতার অভাব দেখা দিলে মাথার ত্বকও শুষ্ক হয়ে পড়ে। ফলে খুশকির বাড়বাড়ন্ত দেখা দেয়। চুল অত্যধিক রুক্ষ ও শুষ্ক হয়ে গেলে শুধু শ্যাম্পু বা কন্ডিশনারে সমস্যার সমাধান হবে না। তার জন্য প্রয়োজন কিছু হেয়ার মাস্কের। বাজারে এখন নানা ধরনের মাস্ক পাওয়া যায়। তবে তাতে রাসায়নিকের পরিমাণ বেশি। তাই বাড়িতেই সহজ উপায়ে বানিয়ে নিন হেয়ার মাস্ক।
রুক্ষ চুল অল্প দিনে নরম ও মসৃণ করতে কী কী মাস্ক ব্যবহার করবেন?
ডিম এবং অলিভ অয়েলের মাস্ক
প্রথমে একটি পাত্রে ডিম ভেঙে নিন। এর মধ্যে দিয়ে দিন ২ চামচ অলিভ অয়েল। ভাল করে ফেটিয়ে নিয়ে মাথায় মেখে ফেলুন। এ বার মাথায় প্লাস্টিকের শাওয়ার ক্যাপ পরে নিন। আধ ঘণ্টা পর মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। ডিমের আঁশটে গন্ধে যদি অস্বস্তি হয়, এক মগ জলে কয়েক ফোঁটা অ্যাপ্ল সাইডার ভিনিগার দিয়ে মাথা ধুয়ে ফেলতে পারেন।
টক দই ও মধুর মাস্ক
আধ কাপ টক দইয়ের সঙ্গে ২ চামচ মধু মিশিয়ে নিন। চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত মেখে রাখুন এই মিশ্রণ। মিনিট কুড়ি পর শ্যাম্পু করে নিন। ঘরোয়া উপায়ে স্পা করার দারুণ পন্থা এটি।
অ্যালো ভেরা জেল ও নারকেল তেলের মাস্ক
১ চামচ অ্যালো ভেরার শাঁস এবং ১ চামচ খাঁটি নারকেল তেল ভাল করে মিশিয়ে নিন। এ বার মাথার ত্বকে এই মিশ্রণ ভাল করে মেখে রাখুন। চুল খুব রুক্ষ হলে চুলের গায়েও মাখতে পারেন। আধ ঘণ্টা থেকে ৪৫ মিনিট পর মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।