‘বছরের বেস্ট’-এর কেতাদুরস্ত তারকারা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
জুলাইয়ের বৃষ্টিমুখর সন্ধ্যায় শহরের পাঁচতারা হোটেলে তারকাদের সমাবেশ। আনন্দবাজার ডট কমের অনুষ্ঠান ‘বছরের বেস্ট ২০২৫’-এ পুরস্কৃত হলেন তাঁদেরই ৯ জন। সকল জগতের সেরাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। বিনোদন থেকে ক্রীড়া, রাজনীতি থেকে সাহিত্য। সেই সব দুনিয়ার বিশিষ্টদের ভিড়ে জমে ওঠে আড্ডা। এমন এক মহামিলনে সকলেই যেন একে অপরকে টেক্কা দিতে পারেন সাজগোজে। নজরকাড়া সাজে সকলেই যেন সকলের প্রতিদ্বন্দ্বী। তবে তাঁদের মধ্যেই বিশেষ কয়েক জনের সাজে মুগ্ধ হলেন ফ্যাশনদুনিয়ার দুই ব্যক্তিত্ব, পোশাকশিল্পী অভিষেক দত্ত এবং রূপটানশিল্পী অভিজিৎ চন্দ।
আনন্দবাজার ডট কমের সঙ্গে আড্ডায় অভিষেক উল্লেখ করলেন এমন পাঁচ তারকার কথা, যাঁদের সাজপোশাক বিশেষ ভাবে চোখ টেনেছে। আর অভিজিৎ বললেন সাত জনের নাম, যাঁদের রূপটান উল্লেখের দাবি রাখে বলে তাঁর মত।
অনুষ্ঠানের সঞ্চালক তথা অভিনেত্রী পাওলি দামের সাজপোশাকে মুগ্ধ অভিষেক। বেগনি রঙের সিল্কের শাড়ি-ব্লাউজ়, গলাভর্তি গয়নায় মঞ্চ মাতিয়ে রেখেছিলেন অভিনেত্রী।
পাওলি দাম। নিজস্ব চিত্র।
পোশাকশিল্পীর মতে, বিশেষ ভাবে উল্লেখযোগ্য বলিউডের উচ্চ-প্রশংসিত অভিনেত্রী তিলোত্তমা সোমের সাজ। তাঁর পোশাকে বাহুল্যের বালাই ছিল না। ঘিয়েরঙা ঢিলেঢালা টপের সঙ্গে কাজ করা প্যান্ট। সঙ্গে ছিল নজরকাড়া গাঢ় রঙের স্কার্ফ। তাঁর এই সাধারণ সাজের প্রশংসায় পঞ্চমুখ অভিষেক। তাঁর ভাষায়, ‘‘আজকের দিনে ফ্যাশন কোন পথে এগোচ্ছে, তা তিলোত্তমার পোশাকে স্পষ্ট ধরা পড়েছে। মোনোক্রম, অর্থাৎ, এক রঙা পোশাক, যা কিনা সব লিঙ্গের ক্ষেত্রেই মানানসই। এটিই তো এখনকার ট্রেন্ড।’’
তিলোত্তমা সোম। নিজস্ব চিত্র।
ক্রিকেটজগতের তারকা ঝুলন গোস্বামীর অল-ব্ল্যাক পোশাক দেখে মুগ্ধ অভিষেক। কালো জ্যাকেট, কালো প্যান্ট। জ্যাকেটের উপর আবার সোনালি এম্ব্রয়ডারি করা। ঝুলনের পোশাককে ‘পাওয়ার ড্রেসিং’-এর তকমা দিলেন পোশাকশিল্পী।
ঝুলন গোস্বামী। নিজস্ব চিত্র।
অভিষেক জানাচ্ছেন, সমানে সমানে টক্কর দিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। হাতে বোনা লাল পেড়ে সাদা শাড়ি, লাল ব্লাউজ়, লাল ব্যাগ, সব মিলিয়ে অপরূপা বঙ্গতনয়া। অভিষেকের মতে, জয়ার ব্লাউজ়ের ডিজ়াইনটি বেশ নতুন। আর শাড়ির থেকেও আজকাল কেতাদুরস্ত ব্লাউজ় পরার পক্ষপাতী অনেকে। সেই ধারা বজায় রেখেই সেজেছিলেন জয়া।
জয়া আহসান। নিজস্ব চিত্র।
তবে বিশেষ ভাবে শিল্পী পরেশ মাইতির সাজ চোখ কেড়েছে অভিষেকের। তিনি বলছেন, ‘‘পরেশ মাইতি নিজে এক জন শিল্পী। তিনি কিন্তু নিজের ডিজ়াইন করা পোশাক পরেছিলেন। আর এটাই আন্তর্জাতিক ফ্যাশনের ধারা। আমি প্রত্যেক পুরুষকে তাই বলতে চাই, নিজেদের পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন তাঁরাও।’’
পরেশ মাইতি। নিজস্ব চিত্র।
অভিষেকের মতো অভিজিৎও মুগ্ধ তিলোত্তমার সাজে। ঠিক যেমন বাহুল্যবর্জিত পোশাক, তেমনই বাহুল্যহীন তাঁর রূপটান। অভিজিৎ বলছেন, ‘‘ক্লাসিক উইংড আইলাইনার, গাঢ় মেরুন লিপস্টিক। স্লিক হেয়ার, অর্থাৎ মসৃণ, টানটান করে পেতে রাখা চুল, সঙ্গে মেরুন রঙের বড় ফ্রেমের চশমা। পোশাকের সঙ্গে ছন্দ মেলানো রূপটান। পাশাপাশি, বার বার চোখ টানছিল কোয়েল মল্লিকের সাজ। তিনি যা সাজেন, তা-ই ভাল লাগে আমার। আবার তিনি সেটাই সাজেন, যাতে তাঁকে ভাল লাগে। ‘বছরের বেস্ট’-এ কোয়েল কালো বেনারসি শাড়িতে সেজেছেন। সাবেক সাজ, বাহুল্য নেই, অথচ কী সুন্দর! তা ছাড়া ক্রীড়াজগতের তারকা ঝুলন গোস্বামীর সাজও ভীষণ চোখে পড়ার মতো। নিজের ব্যক্তিত্বের সঙ্গে মানানসই তাঁর সাজ। ছোট চুল। মেকআপের বিশেষ বালাই নেই। তাঁর সাজ আমার সব সময়েই সুন্দর লাগে। ঠিক যেমন মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়ের সাজ আমার খুব পছন্দের। সব সময়ে। তাঁর সাজ সকলের থেকে আলাদা হয়। এই অনুষ্ঠানেও সেই স্টেটমেন্ট তৈরি করতে পেরেছেন অনুত্তমা। আইলাইনার, স্লিক হেয়ার, শাড়ি, বড় টিপ, অল্প লিপস্টিক। ওঁর সাজ যেন শান্তি এনে দেয়।’’
কোয়েল মল্লিক। নিজস্ব চিত্র।
অনুত্তমা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।
পুরুষদের রূপটানকেও বাদ দেননি অভিজিৎ। ছোট থেকে টোটা রায়চৌধুরীর অনুরাগী রূপটানশিল্পী। অভিনেতার নিয়মমাফিক জীবনযাপনই যেন তাঁর চেহারা, তাঁর ব্যক্তিত্ব, কেশসজ্জা, ত্বকে ছাপ ফেলে বলে মত তাঁর। ‘বছরের বেস্ট’ অনুষ্ঠানে হালকা ব্যাকব্রাশ করা চুল, পরিষ্কার ঝকঝকে ত্বকের সাজ বেশ খাপ খাইয়ে গিয়েছে।
টোটা রায়চৌধুরী। নিজস্ব চিত্র।
আবির চট্টোপাধ্যায়ের গ্ল্যামারের ছটায় মুগ্ধ অভিজিৎ। তাঁর ভাষায়, ‘‘টলিউডের সুপারস্টারের এক পাশে পার্ট করা মসৃণ কেশসজ্জা, তাঁর ত্বকের সাজ এবং পোশাক যেন নিখুঁত মেলবন্ধন তৈরি করেছে।’’
আবির চট্টোপাধ্যায়। নিজস্ব চিত্র।
রূপটানশিল্পীর মতে, আনন্দবাজার ডট কমের এই অনুষ্ঠানে যাঁর কথা না বললেই নয়, তিনি হলেন উষা উত্থুপ। অভিজিৎ তাঁর কৈশোর থেকেই অনু্প্রেরিত হন সঙ্গীতশিল্পীর সাজে। এই অনুষ্ঠানেও গায়িকার ফুলেল কেশসজ্জা, মোটা কাজল, বড় টিপ, মোটা মোটা চুড়ির চিরাচরিত সাজ চিরনতুনের কথা বলেছে।
উষা উত্থুপ। নিজস্ব চিত্র।