Glycerine Benefits

জেল্লাদার ত্বক পেতে কৃতি সেনন ভরসা রাখেন গ্লিসারিনে! কী ভাবে মাখলে ত্বক হবে নায়িকার মতো কোমল

একাধিক সাক্ষাৎকারে কৃতি নিজেই জানিয়েছেন, ত্বক ভাল রাখতে সারা বছর তিনি গ্লিসারিন ব্যবহার করেন। কী ভাবে ব্যবহার করলে লাভ হবে বেশি খোলসা করেছেন সেই তথ্যও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ১৭:২৯
Share:

শীতে রুক্ষ ত্বকের সমস্যা দূর হবে গ্লিসারিনের ম্যাজিকে। ছবি: সংগৃহীত।

ডায়েট ও শরীরচর্চা নিয়ে খুবই সচেতন কৃতি সেনন। তেমনই রূপচর্চার বিষয়েও তিনি নাকি বড়ই খুঁতখুঁতে। একাধিক সাক্ষাৎকারে কৃতি নিজেই জানিয়েছেন, ত্বক ভাল রাখতে সারা বছর তিনি গ্লিসারিন ব্যবহার করেন। অভিনেত্রী বলেন, ‘‘গ্লিসারিনের গুণ অনেক। তবে সহজলভ্য বলে তেমন গুরুত্ব দেওয়া হয় না। গ্লিসারিনকে নানা ভাবে ব্যবহার করা যায়। এটি অ্যান্টিসেপটিক। ত্বক আর্দ্র রাখে।’’

Advertisement

শীতের শুষ্ক আবহাওয়া, বাতাসে জলীয় বাষ্পের ঘাটতি নাজেহাল করে তোলে ত্বককে। রুক্ষ ও নির্জীব ত্বকে তাই বাড়তি যত্নের প্রয়োজন পড়ে শীতে। এ ক্ষেত্রে ভরসা হতে পারে প্রাকৃতিক উপাদান গ্লিসারিন। এর প্রভাবে আপনার ত্বকের সমস্যাগুলি কমাতে সাহায্য করে পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই। বর্ণহীন ও গন্ধহীন এই তরল আদতে উদ্ভিদ থেকে মেলে। গ্লিসারিনের প্রভাবে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই কমতে পারে ত্বকের নানা সমস্যা।

শীত এলে বিভিন্ন প্রসাধনী সংস্থা নিজস্ব ব্যানারে গ্লিসারিন মিশ্রিত নানা প্রসাধনীই বাজারজাত করে। তবে সেখানেও ভয় থাকে রাসায়নিকের। তাই ত্বকের যত্ন নিতে এই সব রাসায়নিকবিহীন খাঁটি গ্লিসারিন ব্যবহার করুন। কী কী উপকার মিলতে পারে এই গ্লিসারিন থেকে? রূপচর্চাশিল্পী শর্মিলা সিংহ ফ্লোরার মতে, মুখে জমে থাকা তেল, ধুলো-ময়লা দূর করতে বাড়ি ফিরে গ্লিসারিন ব্যবহার করে ধুয়ে নিন মুখ। গভীর ভাবে ত্বক পরিষ্কার করার ক্ষমতা আছে গ্লিসারিনের। ত্বক থেকে জলকে সহজে সরে যেতে দেয় না গ্লিসারিন। ত্বকের কোষে জল ধরে রেখে ত্বককে আর্দ্র রাখে। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই বিভিন্ন ধরনের ত্বকের ক্ষেত্রেই এটি বিশেষ কার্যকর। ত্বকের ছোটখাটো সমস্যা, ফুসকুড়ি বা জ্বালাভাব কমাতে গ্লিসারিন কাজে আসে।

Advertisement

কী ভাবে ব্যবহার করবেন?

অভিনেত্রী কৃতি রোজ গোলাপজলের সঙ্গে গ্লিসারিন মি‌শিয়ে মুখে মাখেন। শীতে গোলাপজলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে প্রতি রাতে ঘুমোনোর আগে টোনিং করুন ত্বক। ত্বক তো ফাটবেই না, বরং শীতেও থাকবে নরম ও উজ্জ্বল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement