Diwali 2024

উৎসবের ফ্যাশনে রংমিলান্তি, দীপাবলিতে সপরিবারে একই রঙের পোশাকে সাজলেন বলি তারকারা

কাজের মাঝেও দীপাবলির দিন পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছেন বলি তারকারা। অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সেই ছবি। কপূর ও জোনাস পরিবারের ফ্যাশনে ধরা পড়ল রংমিলান্তি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১৩:৩৯
Share:

দীপাবলিতে রংমিলান্তি। ছবি: ইনস্টাগ্রাম।

কেউ মুম্বইয়ে, কেউ আবার লন্ডনে, নিজের নিজের মতো করে দীপাবলি উদ্‌যাপন করেছেন বলি তারকারা। কাজের মাঝেও দীপাবলির দিন পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছেন তাঁরা। অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সেই ছবি।

Advertisement

লন্ডনে নিক জোনাস ও মেয়ে মালতিকে নিয়ে দীপাবলি উদ্‌যাপন করেছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। বিদেশে থাকলেও এই বিশেষ দিনে নিয়ম মেনে পুজো করতে ভোলেন না নায়িকা। দোল উদ‌্‌যাপন হোক বা দীপাবলি, প্রিয়ঙ্কার পাশে সব সময়ই দেখা যায় নিককে। সাবেক বেশে সাজেন তিনিও। এ বছরে প্রিয়ঙ্কার পরনে ছিল নেটের শাড়ি, নিক পরেছিলেন পাজামা-কুর্তা। মালতির পরনে ছিল লেহঙ্গা। গোটা পরিবারের পরনেই দেখা গেল রংমিলান্তি। হালকা সবুজ বেশেই সেজেছে গোটা পরিবার। সকলের পোশাকেই রঙিন ফুলেল নকশা করা। জোনাস পরিবারের দীপাবলির পোশাক ছিমছাম হলেও ছিল নজরকাড়া।

কেবল জোনাস পরিবারেই নয়, কপূর পরিবারের দীপাবলির সাজেও চোখে পড়ল রংমিলান্তি। মেয়ে রাহাকে নিয়ে দীপাবলি উদ্‌যাপনে করলেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। বাবা-মা ও মেয়ের পরনে সোনালি রঙের ছোঁয়া। রণবীরের পরনে ছিল একরঙা সোনালি পাজামা-কুর্তা। বাবার সঙ্গে একেবারে মিলিয়ে একরঙা সোনালি লেহঙ্গা পরেছিল রাহা। আলিয়ার পরনেও ছিল গোটাপত্তির কারুকাজ করা সোনালি রঙের আর্ট সিল্কের শাড়ি। তাঁদের সাজ ছিমছাম হলেও তাতে ছিল রাজকীয়তার ছোঁয়া। উৎসবের আমেজে বেশ মানিয়েছে তাঁদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement