Lauki for Skin

লাউয়ের রস দিয়ে বানিয়ে নিন তারুণ্য ধরে রাখার ফেসপ্যাক! কী ভাবে ব্যবহার করবেন জেনে নিন

লাউয়ের রস ত্বকের স্বাস্থ্য ভাল রাখার জন্য অত্যন্ত উপকারী। তাই না খেলেও এটি যদি নিয়ম করে ত্বকে ফেস প্যাক বানিয়ে ব্যবহার করা যায় তবে তা ত্বককে ভাল রাখতে সাহায্য করবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ২০:৩৭
Share:

ছবি : সংগৃহীত।

লাউয়ের রসের নানা উপকারিতার কথা শুনেছেন। তার জন্য লাউ ছেঁচে রস বানিয়ে খেতে বলা হয়। কিন্তু লাউয়ের রস মুখে লাগিয়ে ত্বকের বয়স বৃদ্ধি ঠেকানো যায় জানতেন কি? রূপচর্চা শিল্পীরা বলছেন, লাউয়ের রস ত্বকের স্বাস্থ্য ভাল রাখার জন্য অত্যন্ত উপকারী। তাই না খেলেও এটি যদি নিয়ম করে ত্বকে ফেস প্যাক বানিয়ে ব্যবহার করা যায় তবে তা ত্বককে ভাল রাখতে সাহায্য করবে।

Advertisement

ত্বককে কী ভাবে ভাল রাখে লাউয়ের রস?

১। ত্বকের বয়স বাড়লে ত্বকে শুষ্ক ভাব দেখা দেয়। স্বাভাবিক ঔজ্জ্বল্য নষ্ট হয়ে যায়। লাউয়ে রয়েছে প্রচুর পরিমাণে জল। যা ত্বকে আর্দ্র রাখতে সাহায্য করে।

Advertisement

২। লাউ ত্বকের রন্ধ্রপথ পরিষ্কার রাখতে সাহায্য করে। ফলে এটি ব্রণ-ফুস্কুড়ির সমস্যা দূর করে।

৩। লাউয়ে থাকা ভিটামিন এবং অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকের কালচে দাগ ছোপ দূর করে ত্বকের উজ্জ্বল করতে সাহায্য করে।

৪। লাউয়ের রস ত্বকের মৃতকোষ দূর করতেও সাহায্য করে। যা ত্বকে ঝকঝকে ভাব ফুটিয়ে তুলতে সাহায্য করে।

কী ভাবে বানাবেন লাউয়ের ফেস প্যাক?

১। লাউ কুঁচি করে নিন বা একটি ব্লেন্ডারে দিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। কিংবা লাউ কুরেও নিতে পারেন।

২। এ বার তার সঙ্গে মেশান মধু, হলুদ, অ্যালোভেরা এবং গোলাপ জল। সব মিশিয়ে আরও এক বার ব্লেন্ডারে ঘুরিয়ে নিন।

৩। মিশ্রণটি চোখের জায়গা এড়িয়ে আলতো করে মুখে লাগান। তার পরে ১০-১৫ মিনিটের জন্য রেখে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন।

৪। শেষে হালকা ময়েশ্চারাইজার লাগান।

৫। অবশ্যই ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে দেখে নিন। অস্বস্তি না হলে তবেই মুখে ব্যবহার করুন।

৬। সপ্তাহে ১-২ বার এটি ব্যবহার করা যেতে পারে।

(এই প্রতিবেদন সচেতনতার উদ্দেশ্যে লেখা। বিষয়টি আপনার জন্য উপকারী বা কার্যকরী কি না, সে বিষয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement