Michael Jackson

২৮ বছর পর ব্যবহৃত মোজার দাম ৮ লক্ষ টাকা! মাইকেল জ্যাকসনের সেই মোজার বিশেষত্ব কোথায়?

তাঁর প্রয়াণের পর ১৬ বছর অতিক্রান্ত। কিন্তু মাইকেল জ্যাকসন আজও প্রাসঙ্গিক। সম্প্রতি নিলামে শিল্পীর এক পাটি মোজা চড়া দামে বিক্রি হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ১৯:২৭
Share:

সম্প্রতি নিলামে চড়া দামে মাইকেল জ্যাকসনের ব্যবহৃত একটি মোজা বিক্রি হয়েছে। ছবি: এএফপি।

এখনও তিনি সঙ্গীতপ্রেমীদের মন দখল করে রয়েছেন। সঙ্গীত থেকে নাচ, ফ্যাশন থেকে মানুষের সঙ্গে ব্যবহার— মাইকেল জ্যাকসন এখনও প্রাসঙ্গিক। সম্প্রতি প্রয়াত তারকার একটি মোজা নিলামে মোটা অঙ্কে বিক্রি হওয়ার পর অনুরাগীমহলে শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

কালো স্যুট এবং টুপি। সঙ্গে বৈগ্রহিক সাদা দস্তানা এবং মোজা— মাইকেলের কেতাদুরস্ত ফ্যাশনের অন্যতম পরিচায়ক। নিলাম সংস্থার তরফে জানানো হয়েছে, ১৯৯৭ সালে ফ্লান্সে কনসার্ট করেছিলেন ‘বিলি জিন’ খ্যাত গায়ক। সেই সময়ে তাঁর ব্যবহৃত এক পাটি মোজা মেকআপ রুমে রয়ে যায়। একজন টেকনিশিয়ান সেটি কুড়িয়ে পান এবং তাঁর কাছে রেখে দেন। মোজাটি সাদা রংয়ের এবং তার গায়ে সাদা রাইনস্টোনের টুকরো বসানো। সেই এক পাটি মোজাই ফ্রান্সের এক নিলামে চড়া দামে বিক্রি হয়েছে। জানা গিয়েছে ৮ হাজার ৮২২ ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ৭ লক্ষ ৭২ হাজার টাকা) বিক্রি হয়েছে মোজাটি।

১৯৯৭ সালে ‘হাই স্টোরি ওয়ার্ল্ড ট্যুর’ করার সময় মাইকেল এই মোজা ব্যবহার করতেন। মোজাটির নক্সা নাকি তাঁরই মস্তিষ্কপ্রসূত। নিলাম সংস্থার তরফে অরোরা ইলি বলেন, ‘‘মাইকেল জ্যাকসনের অনুরাগীদের কাছে এই জিনিসটি অমূল্য। খুবই বিরল সংগ্রহ বলা যেতে পারে।’’ প্রাথমিক পর্যায়ে মোজাটির দাম ৩ হাজার ৪০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ টাকা) ধরা হয়।

Advertisement

উল্লেখ্য, ২০২৩ সালে এই কনসার্টে মাইকেলের ব্যবহৃত একটি টুপি নিলামে ৮০ হাজার ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ৭০ লক্ষ টাকা) বিক্রি হয়।

২০০৯ সালে ৫০ বছর বয়সে মাইকেল প্রয়াত হন। ২৮ বছর পর শিল্পীর ব্যবহৃত মোজায় দাগ ধরেছে। রাইনস্টোনগুলিও হলদে হয়ে গিয়েছে। কিন্তু তার কদর যে এতটুকুও কমেনি, তা এই নিলামই প্রমাণ করে দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement