Hairstyle Tips

বিয়েবাড়ি বা পার্টিতে কেমন কেশসজ্জা করবেন বুঝতে পারছেন না? দীপিকা কী ভাবে চুল বেঁধেছেন দেখুন

শীতকাল জুড়েই নানা বিয়েবাড়ি, পার্টি, অনুষ্ঠান লেগেই থাকবে। যতই ভাল পোশাক আর গয়না পরুন না কেন, চুলের সাজ ঠিকমতো না হলে, পুরো সাজটাই মাটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৮:০০
Share:

দীপিকা পাড়ুকোনের মতো চুল বাঁধবেন কী উপায়ে? ফাইল চিত্র।

চুল ছোট হোক বা বড়, কী ভাবে চুল বাঁধলে দেখতে ভাল লাগবে, তা নিয়ে ভাবনার শেষ থাকে না। বিশেষ করে শীতকাল জুড়েই নানা বিয়েবাড়ি, পার্টি, অনুষ্ঠান লেগেই থাকবে। যতই ভাল পোশাক আর গয়না পরুন না কেন, চুলের সাজ ঠিকমতো না হলে, পুরো সাজটাই মাটি। জেনে নিন কম সময়ে কী ভাবে, কোন কেশসজ্জায় রূপ খুলবে?

Advertisement

দীপিকা পাড়ুকোনের মতো চুল বাঁধবেন কী উপায়ে?

ফুলের খোঁপা

Advertisement

স্লিক বান করে ফুল লাগিয়েছেন দীপিকা। ফাইল চিত্র।

শাড়ির সঙ্গে ভারী গয়না পরলে দীপিকার মতো মাঝারি বান করে ফুলের মালা দিতেই পারেন। ফুলের সাজ সবসময়েই ভাল লাগে। চুলের মাঝখানে সিঁথি করে সাধারণ খোঁপা বানিয়ে ফেলুন। আর সিঁথির চারপাশের অংশ হাল্কা পাফ করে নিন। খোঁপায় সাজিয়ে ফেলুন নানা ধরনের ফুল- গোলাপ, রজনীগন্ধা, জুঁই ইত্যাদি। অথবা রঙিন ফুলের মালায় সাজিয়ে নিতে পারেন খোঁপা।

মেসি বান

মেসি বানে অপরূপা দীপিকা। ছবি: সংগৃহীত।

চুল কোঁকড়ানো হলে এমন ভাবে চুল বাঁধা যেতে পারে। আলগা ভাবে খোঁপা করুন, একটু যেন অগোছালো দেখায়। সঙ্গে জুড়ে দিন হাল্কা এবং সুন্দর একটা কাঁটা।

সাইড ওপেন

সাইড ওপেন। ফাইল চিত্র।

মাঝারি দৈর্ঘ্যের চুল হলে, ‘সাইড ওপেন’ করতে পারেন। সালোয়ার স্যুট পরলে এমন কেশসজ্জা বেশ লাগবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement