Banana Mask for Glowing Skin

ব্যস্ততার চোটে একেবারেই ত্বকের যত্ন নেওয়া হচ্ছে না? হারানো জেল্লা ফিরবে কলার গুণে

ফলের নির্যাস মিশ্রিত, রাসায়নিক দেওয়া প্রসাধনী ব্যবহার না করে বরং হেঁশেলে পড়ে থাকা কলা দিয়েই ত্বকের যত্ন নিতে পারেন। জেনে নিন কী ভাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৫ ২০:৪০
Share:

কলায় কী এমন আছে? ছবি: সংগৃহীত।

নিয়ম করে দু’বেলা ত্বকের যত্ন নেওয়া হয় না। কিন্তু ত্বকের জেল্লা ধরে রাখতে সালোঁয় ছুটতে হয়। শুধু ত্বকের জেল্লাই নয়, তারুণ্য ধরে রাখতেও সাহায্য করে ফ্রুট ফেশিয়াল। কিন্তু দিন কয়েক পর থেকেই ত্বকের ঔজ্জ্বল্য ফিকে হতে শুরু করে। সে ক্ষেত্রে ফলের নির্যাস মিশ্রিত, রাসায়নিক দেওয়া প্রসাধনী ব্যবহার না করে বরং হেঁশেলে পড়ে থাকা কলা দিয়েই ত্বকের যত্ন নিতে পারেন। মুখে কী ভাবে কলা মাখবেন?

Advertisement

কলা এবং দইয়ের মাস্ক:

ছোট একটি পাত্রে একটি পাকা কলা এবং ২ টেবিল চামচ টক দই ভাল করে চটকে নিন। তার পর সেই মিশ্রণ মুখে মেখে ফেলুন। মিনিট ১৫ অপেক্ষা করুন। তার পর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বকের লাবণ্য ধরে রাখতে এবং বলিরেখা দূর করতে সাহায্য করবে এই মাস্ক।

Advertisement

কলা, মধু, কাঁচা দুধের মাস্ক:

ছোট একটি পাত্রে পাকা কলা ভাল করে চটকে নিন। তার সঙ্গে মিশিয়ে নিন ৩ টেবিল চামচ কাঁচা দুধ। মিনিট কুড়ি এই মিশ্রণ মুখে মেখে রাখুন। তার পর ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের জেল্লা বৃদ্ধি করার পাশাপাশি আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে।

কলা, অ্যালো ভেরার মাস্ক:

ছোট একটি পাত্রে পাকা কলা ভাল করে চটকে নিন। তার সঙ্গে পরিমাণমতো অ্যালো ভেরা জেল মিশিয়ে নিন। সেই মিশ্রণ মুখে মেখে রাখুন মিনিট পনেরো। তার পর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বকে জেল্লা ফিরবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement