Eyeliner Tricks

চোখের এ-প্রান্ত থেকে ও-প্রান্তে লাইনারের রেখা টানেন! জানেন কি তাতে আরও ছোট দেখায় চোখ?

রূপটান শিল্পীরা বলছেন, চোখের মেকআপের সময় একটা ভুল অনেকেই করে থাকেন। আইলাইনারের গাঢ় রেখা চোখের উপরে এবং নীচের পাতায় টানেন চোখের দু’প্রান্তকে জুড়ে। কিন্তু তাতে চোখ ব়়ড় বা সুন্দর দেখানোর বদলে ছোট দেখায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৫
Share:

—ফাইল চিত্র।

দৈনন্দিন মেকআপে, যেখানে বেশি সময় ব্যয় করার উপায় নেই, তখন ১০টা-৬টার অফিস করা মহিলাদের লাইনার, কাজল, মাস্কারাই ভরসা! রোজ আইশ্যাডো, চোখের বেস মেকআপ করার সময় থাকে না। কিন্তু সাধারণ কাজল, আইলাইনার, মাস্কারা ব্যবহারের ক্ষেত্রেও কিছু সাধারণ ভুল থেকে যায়। তাতে যে উদ্দেশ্য নিয়ে মেক আপ করা হচ্ছে, সেটাই সম্পূর্ণ হয় না হয়তো।

Advertisement

রূপটান শিল্পীরা যেমন বলছেন, চোখের মেকআপের সময় একটা ভুল অনেকেই করে থাকেন। আইলাইনারের গাঢ় রেখা চোখের উপরে এবং নীচের পাতায় টানেন চোখের দু’প্রান্তকে জুড়ে। কিন্তু তাতে চোখ ব়়ড় বা সুন্দর দেখানোর বদলে ছোট দেখায়। অথচ কয়েকটা বিষয় মাথায় রাখলে ওই একই লাইনার অন্য ভাবে পরে চোখকে সুন্দর দেখানো যেতে পারে।

ছবি: সংগৃহীত।

১। কখনওই চোখের এ-প্রান্ত থেকে ও-প্রান্ত লাইনার দিয়ে বর্ডার দেবেন না।

Advertisement

২। চোখের নীচের পাতার লাইনার সব সময় অর্ধেক অংশ পর্যন্ত টানুন। বাকিটা কোনও ভাল অ্যাঙ্গল ব্রাশ দিয়ে হালকা ভাবে স্মাজ করুন।

৩। কোনও হালকা রঙের শ্যাডো দিয়ে চোখের নীচের পাতার বাকি অংশ লাইন করতে পারেন।

৪। লাইনারের রেখা সব সময়ে চোখের বাইরের দিকের কোনে হবে চওড়া এবং যত ভিতরের দিকে আসবে তত সরু হবে।

৫। চোখের উপরের পাতার লাইনার টানা হবে চোখের পাতার তিন চতুর্থাংশ অবধি। তার পরে নীচের পাতার মতোই ব্রাশ দিয়ে স্মাজ করুন এবং চোখের ভিতরের দিকের কোনে হালকা রঙের আইশ্যাডো দিয়ে মিশিয়ে দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement