Underarm wheightening tips

বাহুমূলের কালচে দাগ দিন দিন বাড়ছে? রোজের পরিচর্চায় কোন কাজ করবেন আর কোন কাজ ভুলেও করবেন না

নিয়মিত রেজার কিংবা বাজারচলতি ক্রিম ব্যবহার করে বাহুমূলের রোম তুললে ত্বকের উপর কালো দাগ পড়ে। এক বার বাহুমূলে কালচে ছোপ পড়তে শুরু করলে কিন্তু সহজে এই দাগ যাওয়ার নয়। বাড়তি যত্ন এ ক্ষেত্রে নিতেই হবে। বাহুমূলের দাগ মেটাতে চাইলে কী করবেন, আর কোন ভুল একেবারেই করা চলবে না, রইল হদিস।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৫:২২
Share:

বাহুমূলের কালচে দাগ তুলবেন কী করে? ছবি: সংগৃহীত।

বিকেলেই অফিসের পার্টি! একটা হাতকাটা ড্রেস পরে অনুষ্ঠানের মধ্যমণি হবেন ভাবছেন। কিন্তু বাহুমূলের কেশ পরিষ্কার করতে সালোঁয় যাওয়ার সময় নেই। তাই বাড়িতেই বাজার চলতি ক্রিম ও রেজ়ারের মাধ্যমে সেরে নিলেন অবাঞ্ছিত লোম পরিষ্কারের কাজ। নিয়মিত রেজ়ার কিংবা বাজারচলতি ক্রিম ব্যবহার করে বাহুমূলের লোম তুললে ত্বকের উপর কালো দাগ পড়ে। সহজে সেই দাগ ওঠেও না। হাতকাটা কোনও পোশাক পরতে গেলেই সেই দাগ কী ভাবে সেই দাগছোপ ঢাকবেন, সেই ভাবনাই মাথায় ঘুরপাক খায়।

Advertisement

এক বার বাহুমূলে কালচে ছোপ পড়তে শুরু করলে কিন্তু সহজে এই দাগ যাওয়ার নয়। বাড়তি যত্ন এ ক্ষেত্রে নিতেই হবে। বাহুমূলের দাগ মেটাতে চাইলে কী করবেন, আর কোন ভুল একেবারেই করা চলবে না, রইল হদিস।

১‌) বগলের কালো দাগ দূর করার জন্য অনেকেই নেটমাধ্যম দেখে বেকিং সোডা আর লেবুর মিশ্রণ ব্যবহার করেন। তবে চর্ম চিকিৎসকদের মতে, এই ধরনের ঘরোয়া টোটকা ব্যবহার করলে কিন্তু দাগ আরও বেশি গাঢ় হয়ে যেতে পারে। তাদের পরামর্শ দাগ ঢাকতে প্রতি দিন গ্লাইকোলিক অ্যাসিডযুক্ত ক্রিম ব্যবহার করা যেতে পারে। এটি মূলত ব্রণ দূর করতে, বলিরেখা, হাইপারপিগমেন্টেশন কমাতে এবং রুক্ষ ত্বকের গঠন উন্নত করতে সাহায্য করে।

Advertisement

২) শীতকালে ত্বক ভীষণ রুক্ষ হয়ে যায়। তাই শরীরে অন্যান্য অংশের মতো বাহুমূলেও অনেকে সুগন্ধি ময়শ্চারাইজ়ার ব্যবহার করেন। এতে কিন্তু দাগ আরও বেড়ে যেতে পারে। এর বদলে অ্যামাইল্যাক ক্রিম লোশন হিসাবে ব্যবহার করতে পারেন।

৩) বগলের কালচে দাগ দূর করতে চাইলে স্নানের সময় একটু বেশি সতর্ক থাকতে হবে। এ ক্ষেত্রে বাহুমূল পরিষ্কার করার সময় লুফা ব্যবহার করলে চলবে না। মৃদু বডি ওয়াশ হাতে নিয়েই বাহুমূল পরিষ্কার করতে হবে।

৪) বাহুমূলের দুর্গন্ধের সমস্যায় অনেকেই ভোগেন। আর দুর্গন্ধ থেকে রেহাই পেতে ডিয়োডোর‌্যান্ট মাখেন অনেকেই। তবে এই কারণেও দাগের মাত্রা বেড়ে যেতে পারে। চর্ম চিকিৎসকদের মতে, স্প্রে ডিয়োডোর‌্যান্টের বদলে রোল-অন ব্যবহার করা যেতে পারে।

৫) বাহুমূলের রোম তুলতে লেজ়ার হেয়ার রিডাকশন করানো সবচেয়ে সুরক্ষিত উপায়। ওয়াক্সিং করালে কিন্তু দাগের সমস্যা বেড়ে যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement