সহজ পদ্ধতিতে রূপটানের কিছু কৌশন জেনে নিন। ছবি: ফ্রিপিক।
মেকআপ শুনলেই ভয় পান অনেকে। বিয়েবাড়ি বা অনুষ্ঠানে তাঁদের সাজগোজের একমাত্র ভরসা ফাউন্ডেশন ও ফেস পাউডার। মুখ পরিষ্কার করে কোনও রকমে খানিক পাউডার থুপে নিয়ে কাজল আর লিপস্টিক লাগিয়ে নিলেই তাঁরা প্রস্তুত। তবে মাঝেমধ্যে অন্য ভাবেও সাজতে ইচ্ছে করে। সামনেই বড়দিন। জমকালো কোনও পার্টিতে যেতে হলে সেই মতো সাজতেও হবে। জেনে নিন রূপটানের সহজ কিছু কৌশল।
মেকআপের সহজ টিপস
কাজল ছাড়া চোখের সাজ সম্পূর্ণ হয় না। কিন্তু চোখের কোলে কালি থাকলে বা চোখে ফোলাভাব থাকলে, তখন কাজল পরলে দেখতে ভাল লাগে না। তাই ক্লান্ত চোখে কাজল পরা যাবে না। বরং চোখের নীচের রেখায় ন্যুড বা সাদা আই পেনসিলের একটা টান দিয়ে দিন। ফ্যাকাশে রং পরলে চোখ বড় আর সজীব দেখাবে।
ত্বক তরতাজা দেখাতে পাউডার নয়, ক্রিম বা লিকুইড মেকআপ ব্যবহার করুন। এমন প্রসাধনী দিয়ে বেস তৈরি করলে, তা সহজে নষ্টও হয় না! গালে ক্রিম ব্লাশারের আলতো ছোঁয়া দিন। স্বাভাবিক দীপ্তি পাবেন।
ত্বক তৈলাক্ত হলে ম্যাট ফিনিশ কনসিলার খুব জরুরি। ভারতীয়দের ত্বকের ধরন অনুযায়ী অরেঞ্জ টোনড কনসিলার খুব ভাল মানায়। কনসিলার খুব ভাল করে ত্বকের রঙের সঙ্গে মিশিয়ে দিতে হবে। না হলে মুখে ফুটে উঠবে। মনে রাখবেন, কনসিলারের সঙ্গে সঠিক ময়েশ্চারাইজ়ার লাগানোও জরুরি।
অনেক সময়েই অনুষ্ঠানের আগে ভ্রু প্লাক করা হয় না। সময়ও পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনাকে বাঁচাতে পারে সাধের মাস্কারা। ব্রাশ দিয়ে ভ্রুকে আলগা হাতে আঁচড়ে নিন। তার পরে ভ্রুর রেখা বরাবর ঠিক নীচে সাদা লাইনার লাগিয়ে আঙুলে করে মিশিয়ে নিয়ে উপরে ফেস পাউডার বা ফাউন্ডেশন লাগিয়ে নিন।
সারা মুখে সেটিং স্প্রে ব্যবহার করুন। প্রাইমার লাগিয়ে নিন। ত্বকের রন্ধ্রগুলি ঢেকে রাখতে ও মেক আপ বেশি ক্ষণ স্থায়ী করতে এই পদ্ধতিটি ভীষণ গুরুত্বপূর্ণ।
মেকআপের আগে ঠোঁটে কনসিলার লাগান। কনসিলার যে কোনও ধরনের দাগছোপ তুলে দিতে পারে। আঙুল বা ব্রাশ দিয়ে ঠোঁটে কনসিলার লাগিয়ে নিতে হবে। এর উপর লিপস্টিক পরলে লিপস্টিকের আসল রং খুলে বেরোবে। একটু গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করা ভাল। এতে ঠোঁটের কালচে ভাব সহজে বোঝা যাবে না। যদি ন্যুড মেকআপ চান, তা হলে লিপস্টিক লাগানোর অন্তত ১৫ মিনিট আগে লিপ বাম লাগিয়ে নিতে হবে।