Potato Juice for Skin

ঠান্ডায় ত্বক ক্রমশ জেল্লা হারাচ্ছে? আলুর রস সমস্যার সমাধান করতে পারে, কী ভাবে মাখবেন?

রূপটান শিল্পীরা বলছেন, হেঁশেলের ওই সামান্য উপকরণ, মানে আলু দিয়েই ত্বকের যাবতীয় সমস্যার সুরাহা করা সম্ভব।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১২:৫০
Share:

আলুর রস মুখে মাখলে কী হবে? ছবি: সংগৃহীত।

হেঁশেলে আর কিছু না থাক, আলু থাকবেই। সকালে জলখাবারে লুচির সঙ্গে সাদা আলুর তরকারি রাঁধবেন। সেই পর্ব মিটলে আবার দুপুরের খাওয়াদাওয়ার পালা আছে। তরকারি, ঝোল— সবেতেই আলু থাকে। আবার, ছুটির দিনে একটু-আধটু রূপচর্চাও করতে হয়। কারণ, সামনেই একের পর এক বিয়েবাড়ি। এর মাঝে আলাদা করে সালোঁয় যাওয়ার সময়ই বা কোথায়? রূপটান শিল্পীরা বলছেন, হেঁশেলের ওই সামান্য উপকরণ, মানে আলু দিয়েই ত্বকের যাবতীয় সমস্যার সুরাহা করা সম্ভব। তবে শুধু আলু নয়, সমস্যা বুঝে তার সঙ্গে আর কী কী মেশাতে হবে, জেনে নিন।

Advertisement

১) আলুর রস, মধু

ত্বক যদি অতিরিক্ত শুষ্ক হয়, সে ক্ষেত্রে আলুর রসের সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে নেওয়া যেতে পারে। ত্বকের জেল্লা ফেরানোর পাশাপাশি আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে এই মাস্ক।

Advertisement

২) আলুর রস, পাতিলেবু

ছোট একটি পাত্রে এক টেবিল চামচ আলুর রস এবং কয়েক ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে মুখে মাখতে পারেন। তৈলাক্ত ত্বকের জন্য এই মাস্ক দারুণ কাজের। ব্রণের দাগছোপ দূর করতেও সাহায্য করে এই মিশ্রণ।

৩) আলুর রস, অ্যালো ভেরা

ত্বক যদি স্পর্শকাতর হয়, সে ক্ষেত্রে আলুর রসের সঙ্গে অ্যালো ভেরার টাটকা শাঁস বা জেল মিশিয়ে নেওয়া যেতে পারে। অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানে ভরপুর এই মাস্ক ত্বকের প্রদাহজনিত সমস্যা দূর করতে পারে।

৪) আলুর রস, হলুদ

ত্বকের তারুণ্য ধরে রাখতে হলে আলুর রসের সঙ্গে মিশিয়ে নিতে হবে এক চিমটে গুঁড়ো হলুদ বা কাঁচা হলুদের রস। মেচেতা, কালচে ছোপ, কিংবা বলিরেখার সমস্যা দূর করতে পারে এই মাস্ক।

৫) আলুর রস, শসা:

চোখের তলায় কালি পড়েছে, ফুলেও রয়েছে। আবার, নাকের আশপাশে ওপেন পোর্‌ সের সমস্যাও ভোগাচ্ছে। মুক্তি পেতে আলাদা আলাদা সমাধান না খুঁজে আলু আর শসা একসঙ্গে গ্রেট করে নিন। তার পর তা থেকে রস ছেঁকে নিন। এ বার তুলোর সাহায্যে ওই মিশ্রণ গোটা মুখে মেখে ফেলুন। কিছু ক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement