কী কী করলে চুলের কালো রং টিকবে বহু দিন? ছবি: সংগৃহীত।
কম বয়সে পাকা চুলের সমস্যা এখন অনেকেরই। আধুনিক জীবনযাত্রায় অতিরিক্ত মানসিক চাপের কারণে অল্প বয়সেই চুলে পাক ধরার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। এ ছাড়া বংশগত কারণে মাথার চুল সাদা হয়ে যেতে পারে। অতিরিক্ত ধূমপান, শরীরের ভিটামিন বি ১২-এর অভাব বা থাইরয়েড হরমোনের ঘাটতি হলেও চুল সাদা হয়ে যায়। পাকা চুল ঢাকতে তাই নিয়মিত চুলে রং করা ছাড়া আর উপায় থাকে না। কেউ বাড়িতে, কেউ সালোঁয় গিয়ে পছন্দের রং বেছে চুলে রং করান। তবে কয়েক দিন যেতে না যেতেই চুলের রং ফিকে হয়ে যায়। অনেক সময় সপ্তাহখানেকও টেকে না চুলের রং। কোথায় ভুল হচ্ছে জানেন কি?
চুলে রং করার পর যে বিষয়গুলি খেয়াল রাখলে আপনার প্রিয় রং আরও বেশি দিন টিকবে—
১। রং করার দু’দিনের মাথায় চুলে শ্যাম্পু করে ফেলবেন না। রং বসতে একটু সময় লাগে। তার আগেই যদি শ্যাম্পু করে ফেলেন, তা হলে তাড়াতাড়ি রং ধুয়ে যাবে। বাড়িতে চুল রং করার আগে ভাল করে চুল ধুয়ে ফেলুন, তা হলে আর তেলচিটে ভাব থাকবে না।
২। কী ধরনের শ্যাম্পু ব্যবহার করছেন তা অত্যন্ত জরুরি। সালফেট যুক্ত শ্যাম্পু চুলের রং খুব তাড়াতাড়ি নষ্ট করে দেয়। তা ছাড়াও এই ধরনের শ্যাম্পু দীর্ঘ দিন ব্যবহার করা আপনার চুলের পক্ষেও ভাল নয়। তাই রং করানোর পর বিশেষ শ্যাম্পু আলাদা করে সালোঁ থেকেই কিনুন। খুব ঘন ঘন শ্যাম্পু করলে চুলের রং ফিকে হবেই।
৩। চুলে রং করলে কিছু দিন চুল এমনিই উজ্জ্বল দেখায়। অনেকে তাতে ভুলে কন্ডিশনার ব্যবহার করা থামিয়ে দেন। কিন্তু সেটাই মস্ত ক্ষতি করে দেয়। ভাল সালফেট ছাড়া কন্ডিশনার এবং চুলের মাস্ক অবশ্যই ব্যবহার করবেন। চুল ধোয়ার সময় গরম জল ব্যবহার না করাই ভাল।
৪। অ্যালকোহল আছে এমন কোনও প্রসাধনী চুলে ব্যবহার করবেন না, নইলে কিন্তু চুলের রং তাড়াতাড়ি উঠে যেতে পারে।
৫। ঘন ঘন চুল রং করলে চুল একটু রুক্ষ হয়ে যায়। তাই অনেকে খুব তাড়াতাড়ি আরও নানা রকম রাসায়নিক ট্রিটমেন্ট করতে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু তাতে চুলের রং ফিকে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার চেয়ে বাড়িতেই চুলের যত্ন নিন।