অনলাইনে পোশাক কিনতে সাহায্য করবে গুগ্ল এআই-এর ‘ট্রাই ইট অন’। ছবি সৌজন্য: গুগ্ল।
অনলাইনে কোনও পোশাক পছন্দ হয়েছে। কিন্তু বুঝতে পারছেন না, আপনাকে পরলে তা মানাবে কি না! অগত্যা বাড়িতে পোশাক আসার পর, তা ট্রায়াল দেওয়া ছাড়া আর কোনও উপায় নেই। আবার অনেক সময়ে, বিদেশি বা একই ধরনের মডেলের পরনে পোশাকটি দেখে অনেকের মনেই ধন্দ দেখা দেয়। এ বার সমস্যার সমাধান করবে গুগ্লের কৃত্রিম বুদ্ধিমত্তা জেমিনি। ব্যবহারকারীকে পোশাকটি পরলে কী রকম দেখতে লাগবে, ছবির মাধ্যমে তার একটি ধারণা দেবে এআই।
মঙ্গলবার আমেরিকান টেক জায়ান্ট সংস্থাটি ডেভেলপারদের সঙ্গে বার্ষিক সম্মেলন (গুগ্ল আই/ও) করে। সেখানে আগামী দিনে সংস্থার কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর একাধিক পরিষেবার কথা ঘোষণা করা হয়। যার মধ্যে আলাদা করে নজর কেড়েছে ‘ট্রাই ইট অন’।
কী ভাবে কাজ করে
এই মোডে প্রথমে ব্যবহারকারীকে নিজের একটি ছবি আপলোড করতে হবে। তার পর পছন্দের পোশাকটি-সহ তাঁর একটি ছবি তৈরি করে দেবে এআই। ফলে ক্রেতা তা দেখে পোশাকটি কিনবেন কি না, সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন।
গুগ্ল জানিয়েছে, পছন্দের পোশাকটির কাপড়ের ধরন এবং গুণমান এবং নমনীয়তা কৃত্রিম বুদ্ধিমত্তা জানে। তাই কোন সাইজ়ের (ছোট, মাঝারি বা বড়) পোশাকটি গ্রাহকের দেহে মানাবে, সেটি তার আপলোড করা ছবির বিশ্লেষণের মাধ্যমে চূড়ান্ত আউটপুট তৈরি করs। আপাতত শার্ট, ট্রাউজ়ার, স্কার্টের মতো পোশাককে শনাক্ত করতে সক্ষম ‘ট্রাই ইট অন’। ভবিষ্যতে এই তালিকা আরও বাড়বে বলে জানিয়েছে গুগ্ল।
এখানেই শেষ নয়। গুগ্ল জানিয়েছে, পছন্দের পোশাকটি যদি স্টকে না থাকে, তা হলে সেটি স্টকে এলেই ব্যবহারকারীকে ভবিষ্যতে জানিয়ে দেবে জেমিনি। একই সঙ্গে এআই-এর ‘ডিপ সার্চ’ প্রযুক্তিকে কাজে লাগিয়ে ওই সময়ে একই সঙ্গে কোন কোন ই-কমার্স ওয়েবসাইটে সেটি রয়েছে, তাদের দামের তুল্যমূল্য বিচারও করে দেবে জেমিনি। ব্যবহারকারী অনুমতি দিলে গুগ্ল পে-এর মাধ্যমে সবচেয়ে সস্তা পোশাকটি অর্ডারও (‘বাই ফর মি’) করে দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা।
ফ্যাশন-জগতে প্রভাব
ফ্যাশন দুনিয়ায় ভবিষ্যতে এআই-নির্ভর পরিষেবা নতুন দিক খুলে দিতে পারে বলেই মনে করছেন অনেকে। অনলাইনে পোশাক কেনার ক্ষেত্রেও ‘ট্রাই ইট অন’ অনেক সমস্যার সমাধান করার পাশাপাশি সামগ্রিক ব্যবসার পরিমাণ বাড়াবে বলেও মনে করা হচ্ছে। টলিপাড়ার স্টাইলিস্ট অনুপম চট্টোপাধ্যায় বললেন, ‘‘ব্যবহারিক জীবনের প্রতিটি ক্ষেত্রেই এখন এআই খুব দ্রুত প্রবেশ করছে। আমাদের সেটা মেনে নিতেই হবে। এখন ডিজিটাল মাধ্যমে কাজের ছাপ না রাখলে সকলের কাছে পৌঁছোনো সম্ভব নয়।’’
অনুপমের মতে, এই ধরনের প্রযুক্তি অনলাইন কেনাকাটার ক্ষেত্রে গ্রাহককে সুবিধা দিতে পারে। তাঁর কথায়, ‘‘আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের পোশাক তাদের অ্যাপ থেকে বাড়ি বসে কেনা যায়। এআই ভবিষ্যতে আমার নির্বাচন প্রক্রিয়াকে আরও সহজ করে দিতে পারে। এর মধ্যে কোনও ক্ষতি নেই।’’ অনুপমের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশিই চলতে থাকবে পোশাকশিল্পী বা স্টাইলিস্টদের প্রথাগত কাজ। অনুপমের কথায়, ‘‘বিয়ের সাজ বা কোনও বড় অনুষ্ঠানের পোশাকের জন্য এখনও ক্রেতারা অনলাইনের পরিবর্তে আমাদের স্টুডিয়োয় আসেন। আমি তাঁদের সঙ্গে আলোচনার উপর ভিত্তি করেই স্কেচ করে পোশাক ডিজ়াইন করি।’’
কোথায় সক্ষম
আপাতত ‘গুগ্ল শপিং’ এবং এআই নির্ভর সার্চের ক্ষেত্রে এই পরিষেবা পাওয়া যাবে। বুধবার থেকেই আমেরিকায় এই বিশেষ পরিষেবা শুরু করেছে গুগ্ল। তবে ভারতে কবে থেকে ‘ট্রাই ইট অন’ পরিষেবা পাওয়া যাবে, তা নিয়ে এখনও কোনও ঘোষণা করেনি গুগ্ল।