দাড়ি রাখলে তার যত্নও নিতে হবে, রইল কিছু টিপ্স। ফাইল চিত্র।
দাড়ি পুরুষ-ফ্যাশনে আবার জনপ্রিয়তায় ফিরেছে। এ বার পুজোয় যাঁরা দাড়ি রেখেছেন, তাঁরা ঠিকমতো যত্ন নিচ্ছেন তো? বিরাট কোহলি হোন কিংবা আয়ুষ্মান খুরানা, রণবীর সিং, ভিকি কৌশল, পুরুষ ফ্যাশনে এখন দাড়ির বিশাল কদর। নিজের লুক নিয়ে মাঝে মধ্যেই পরীক্ষানিরীক্ষা চালান, তাঁদের অনেকেই এই দাড়ি রাখার বিষয়ে বেশ শৌখিন। কখনও ভ্যান ডাইক, কখনও রয়্যাল আবার কখনও সার্কল বিয়ার্ডে সেজে ওঠেন তাঁরা। আবার একমুখ ঘন দাড়িও ব্যক্তিত্বে আলাদা ছাপ আনে। তা হলে চলুন জেনে নিই, কী ভাবে দাড়ির যত্নআত্তি করবেন।
১) দাড়ি রাখার সাধ থাকলে পকেটে রাখুন আলাদা চিরুণি। বিভিন্ন নামী দোকান বা অনলাইনে সহজেই মেলে দাড়ির জন্য বিশেষ চিরুণি। চুল ও দাড়ির চরিত্র আলাদা। তাই চিরুণিও আলাদা রাখুন।
২) দাড়ি নিয়মিত ছাঁটা দরকার। তাই সপ্তাহে এক বার করে দাড়ি ট্রিম করুন।
৩) দাড়িতে ময়শ্চারাইজার লাগানো বন্ধ করা উচিত নয়। অনেক ভাবেন ময়শ্চারাইজার বা ক্রিম শুধু শীতে ব্যবহারের জন্য। কিন্তু গ্রীষ্মেও এগুলি ব্যবহার করা উচিত। না হলে ত্বক শুকিয়ে খসখসে হয়ে যেতে পারে।
৪) ত্বকের আর্দ্রতা বজায় রাখতে পারলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। মুখ ধোয়ার পর ত্বকের ধরন অনুযায়ী টোনার ব্যবহার করতে পারলেও মন্দ হয় না। বাজারে আলাদা করে ‘বিয়ার্ড অয়েল’ বা ‘বাম’ কিনতে পাওয়া যায়। সেগুলিও ত্বকের জন্য ভাল।
৫) রোদে বেরোলে মুখে যেমন সানস্ক্রিন মাখেন, তেমনই দাড়ির জায়গাটুকু বাদ দিলে হবে না। দাড়ির নীচের ত্বকে লাগাতে হবে সানস্ক্রিন, এতে ত্বকে কালচে ছোপ পড়বে না, দাড়িও চকচক করবে।