Hair care and styling

বাইরে বেরোলেই চুলে জট পড়ে যায়? কোঁকড়ানো চুলে সমস্যা আরও বেশি, কী ভাবে যত্ন নিলে চুল নরম থাকবে?

চুলে জট পড়ার সমস্যা নিয়ে অনেকেই নাজেহাল। বিশেষ করে চুল খুব বেশি রুক্ষ হলে বা কোঁকড়ানো হলে, জট বেশি পড়ে। জোরে আঁচড়াতে গেলে চুল উঠতে থাকে। তা হলে উপায়?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ১৮:৩৬
Share:

কী ভাবে যত্ন নিলে জট পড়বে না, চুল মসৃণ থাকবে? ছবি: ফ্রিপিক।

চুলের জট ছাড়াতে রোজই সমস্যায় পড়তে হয়? এতে রোজ অনেক চুলও ওঠে। বাইরে বেরোলেই চুলে জট পাকিয়ে যায়। স্নানের পরেও জট ছাড়াতে হিমশিম খেতে হয়। চুলে জট পড়ার সমস্যা নিয়ে রোজ নাজেহাল হচ্ছেন। তবে চিন্তার কারণ নেই। জেনে নিন চুলের জট ছাড়ানোর সহজ কিছু উপায়।

Advertisement

চুলের জট থেকে মুক্তি পাবেন কী উপায়ে?


ভেজা চুল মোছার সময়ে সাবধান

Advertisement

স্নান সেরে এসে ভিজে চুল ঘষে ঘষে মোছা যাবে না। কারণ, জলে ভেজার পর চুলের ফলিক্‌লগুলি খুব নরম হয়ে যায়। তাই খুব জোরে মুছলে চুল পড়ার সমস্যা বাড়বে। স্নান সেরে নরম তোয়ালে দিয়ে আলতো করে চুল মুছে নিন। না হলে ভিজে চুলে কিছু ক্ষণ তোয়ালে জড়িয়ে রাখুন। জল টেনে নিলে খোলা হাওয়ায় চুল শুকোতে দিন।

কন্ডিশনার ব্যবহার করুন

শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার লাগাতেই হবে। এতে চুল মসৃণ ও নরম থাকবে, জট লাগাও প্রতিরোধ করবে।

নিয়ম করে তেল মালিশ করুন

মা, ঠাকুমারা বলেন, তেল লাগালে চুল ভাল থাকে। মাথার ত্বকে তেল মালিশ করলে রক্ত সঞ্চালন ভাল হয়, চুলের গোড়া মজবুত হয়। ফলে চুল ঝরা কমার পাশাপাশি, প্রাপ্তি হয় স্বাস্থ্যোজ্জ্বল কেশ। রুক্ষ, শুষ্ক চুলের সমস্যার সমাধান হতে পারে তেল মালিশেই। কিন্তু তেল মালিশ করতে হবে নিয়ম মেনে। আঙুলের ডগা দিয়ে চক্রাকারে মালিশ চুলের জন্য বিশেষ উপকারী। এতে মাথার ত্বকে ভাল ভাবে রক্ত সঞ্চালন হয়। তবে একসঙ্গেই খেয়াল রাখতে হবে, মালিশের সময় যেন বেশি চাপ দেওয়া না হয়। চুল যখন শুকনো থাকবে তখন নারকেল তেল একটু গরম করে মালিশ করলে চুল নরম হবে, জট পড়ার সমস্যা দূর হবে। তেল মালিশের পর তোয়ালে গরম জলে ভিজিয়ে, তা নিংড়ে মাথায় দিলে উপকার আরও বেশি পাওয়া যায়।

নীচের দিক থেকে জট ছাড়াতে শুরু করুন

জট ছাড়ানোর নিয়ম হল চুলের নীচের দিক থেকে শুরু করা। চুলের জট ছাড়াতে বেশির ভাগই দু’দিক থেকে চুল দু’ভাগ করে আঁচড়াতে থাকেন৷ এতে আর বেশি জট পড়ে যায় চুলে৷

ঘরে তৈরি সিরাম

ঘরে তৈরি সিরাম ব্যবহারেই জট পড়ার সমস্যা ঘুচবে। প্রথমে গ্রিন টি বানিয়ে নিন। এক কাপ মতো চা বানিয়ে ঠান্ডা হতে দিন। এ বার তাতে ২ চা-চামচ অ্যালো ভেরা জেল ও ১ চামচ মধু মিশিয়ে ভাল করে নাড়ুন। মিশ্রণ সুন্দর জেলের মতো হবে। শ্যাম্পু করার পরে চুল শুকনো করে মুছে নিয়ে এই সিরাম মাখতে পারেন। এতে চুল রুক্ষ হবে না। চুল পড়াও বন্ধ হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement