Makeup hacks for Durga Puja

‘পাঠান’-এর দীপিকা না কি ‘রকি-রানি’-র আলিয়া? পুজোয় যেমনই সাজতে চান, উপায় জেনে নিন

পুজোয় দীপিকা, আলিয়া, কিয়ারার সাজে সাজতে চান? কী ভাবে মেকআপ করলে অল্প সাজেই পুজোর ভিড়ে নজরে কাড়তে পারবেন, তার হদিস দিলেন রূপটানশিল্পী মৈনাক দাস।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩২
Share:

পুজোর সাজে থাকুক বলিউডের ছোঁয়া। ছবি: সংগৃহীত।

বছরের আর পাঁচটা সময় না হলেও দুর্গাপুজোর ক’দিন কিন্তু মেকআপ করতে কমবেশি সব মেয়েই ভালবাসেন। মেকআপ মানেই বলিউডের নায়িকাদের ছোঁয়া থাকবে না, তা কী করে হয়! সাজগোজ বিষয়টা পুরোটাই নির্ভর করে আপনি কেমন করে তাকে বহন করছেন, তার উপর। ইদানীং সব বলি অভিনেত্রীকেই দেখা যাচ্ছে নামমাত্র রূপটানে নজর কাড়তে। কেবল রোজের জীবনেই নয়, বড় পর্দাতেও হালকা রূপটানেই ক্যামেরাবন্দি হচ্ছেন তাঁরা। ‘পাঠান’ ছবির দীপিকা পাড়ুকোন হোন কিংবা ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-র আলিয়া ভট্ট কিংবা ‘সত্য প্রেম কি কথা’ ছবির কিয়ারা আডবাণী— সকলকেই বড় পর্দায় দেখা গিয়েছে একেবারে ছিমছাম অল্প মেকআপেই। মেকআপ অল্প করলেও তাঁদের সাজ কিন্তু ছিল নজরকাড়া।

Advertisement

পুজোয় দীপিকা, আলিয়া, কিয়ারার সাজে সাজতে চান? কী ভাবে মেকআপ করলে অল্প সাজেই পুজোর ভিড়ে নজরে কাড়তে পারবেন, তার হদিস দিলেন রূপটানশিল্পী মৈনাক দাস। মৈনাকের মতে, ‘‘বিয়েবাড়ি হোক বা দুর্গাপুজো— নো মেকআপ লুকেই বাজিমাত করতে পারেন আপনিও। অনেকের ধারণা, খুব সাজগোজ ছাড়া বুঝি ভিড়ের মধ্যে নজরে আসা যায় না! আধুনিক সাজগোজ কিন্তু ঠিক এর উল্টো কথাই বলছে। এমন ভাবে রূপটান করতে হবে, যেন দেখে মনেই না হয় আপনি মেকআপ করেছেন। বি-টাউনের অনেক তারকাই ইদানীং এই নো মেক আপ লুকে প্রকাশ্যে আসছেন। এমনকি, বিয়ের দিনের সাজেও তাঁরা বেছে নিচ্ছেন ন্যাচরাল মেকআপ লুক।’’

পুজোয় দীপিকার ‘পাঠান’ ছবির লুক চান? ছবি: সংগৃহীত।

কী ভাবে সাজবেন ‘পাঠান’ ছবির দীপিকার সাজে?

Advertisement

মৈনাকের মতে, অনেক দিন পর দীপিকাকে বড় পর্দায় একেবারেই ভিন্ন কায়দায় দেখা গিয়েছে। মৈনাক বলেন, ‘‘দীপিকার ভিন্ন সাজের পিছনে অন্যতম বড় কারণ হল ওর ছোট চুল। পুজোয় কিন্তু দীপিকার কায়দায় চুল কেটে ফেলতেই পারেন। খোলা চুলে জেল লাগিয়ে ব্যাক ব্রাশ করে চুল সেট করছেন তিনি। অন্য দিকে, এই ছবির প্রতিটি লুকেই দীপিকার বেস মেকআপ ছিল খুব হালকা। পর্দায় নজর কেড়েছে দীপিকার স্মোকি আই লুক। এ ক্ষেত্রে নায়িকা ব্রাউন কাজল, লাইনার আর আইশ্যাডো দিয়ে স্মাজ আই লুক করেছেন তিনি। ঠোঁটে তিনি সার্লেট টিউবরির পিলো টক মিডিয়াম লিপ শেড ব্যবহার করেছেন। চিক বোনে নায়িকা ব্যবহার করেছেন লিকুইড হাইলাইটার।’’

কী ভাবে আলিয়ার মতো ন্যাচরাল মেকআপ করবেন? ছবি: সংগৃহীত।

কী ভাবে সাজবেন ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-র আলিয়ার মতো?

বড় পর্দায় হোক কিংবা সাধারণ দিনে— আলিয়া সব সময়ই খুব ন্যাচরাল মেকআপ করেন। মৈনাক বলেন, ‘‘এই ছবিতেও আলিয়ার সাজ ছিল খুব পরিপাটি অথচ ছিমছাম। ছবিতে বাঙালি চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। তাই কালো কাজল চোখের উপরে আর নীচে গাঢ় করে পরেছিলেন তিনি। শার্লেটের ন্যুড শেডের ম্যাট লিপ কালার ব্যবহার করেছেন তিনি। সঙ্গে কালো টিপের ব্যবহার তার চরিত্রে বাঙালিয়ানার ছাপ রেখেছে। ত্বকে আলিয়ার মতো ন্যাচরাল মেকআপ লুক আনতে প্রাইমার লাগানোর আগে অয়েল ফ্রি লোশন বা ময়শ্চারাইজ়ার ব্যবহার করতে হবে। শুধু ফাউন্ডেশন ব্যবহার না করে তার সঙ্গে ময়শ্চারাইজ়ার ব্যবহার করে নিলে সেটি ত্বকের সঙ্গে খুব ভাল করে মিশে যায়। ফাউন্ডেশনের পরিমাণ যেন খুব বেশি না হয় সে দিকে লক্ষ রাখতে হবে। ব্লাশের ক্ষেত্রে নায়িকা রোজ়ি পিঙ্ক বা ফুশিয়া রঙের ব্লাশ ব্যবহার করেছেন, তবে খুব সামান্য মাত্রায়।’’

কী ভাবে সাজবেন ‘সত্য প্রেম কি কথা’ ছবির কিয়ারার মতো?

এই ছবিতেও নায়িকাকে দেখা গিয়েছে একেবারেই হালকা মেকআপে। মৈনাক বলেন, ‘‘কিয়ারার সাজে সবার আগে নজরে পড়বে মোটা করে আঁকা ভুরু। হালকা বেস মেকআপ করেছেন তিনি। সঙ্গে হালকা গোলাপি রঙের লিপস্টিক। চোখের উপরে সরু করে আইলাইনার এবং নীচেও হাফ লাইনার পরেছেন তিনি। হালকা ব্রাউন শেডের ব্লাশ ব্যবহার করেছেন কিয়ারা। আর লাল টিপ দিয়েই সাজ সেরেছেন তিনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement