Hair Oil

কোন তেলে চুল লম্বা হবে, আপনার জন্য আদর্শ তেল বাছবেন কী ভাবে?

বাজারে হরেক তেল রয়েছে। তার মধ্যে যদি নারকেল তেল বা অলিভ অয়েলের মধ্যে কোনও একটিকে চুলের পরিচর্যার জন্য বেছে নিতে বলা হয়, কোনটি মাখবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১৯:১৭
Share:

চুলের ধরন অনুযায়ী বেছে নিন তেল, রইল টিপ্‌স। ছবি: ফ্রিপিক।

চুল লালচে হয়ে যাচ্ছে? ঝরে যাচ্ছে? রুক্ষ হয়ে যাচ্ছে? মা-ঠাকুমারা শুনলেই বলবেন, এ সব তেল না মাখার ফল। ভাল করে মাথায় তেল মাখলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু কোন তেল মাখবেন?

Advertisement

তেলে, জলে চুল ভাল হয়। তবে সব তেল সকলের জন্য নয়। তেল মাখার পর হুড়মুড় করে চুল উঠতে শুরু করলে তেলের ঘাড়ে সব দোষ চাপিয়ে দিয়ে লাভ নেই। মাথার ত্বকের ধরন বা সমস্যা বুঝে সঠিক তেল নির্বাচন করতে না পারলে চুল উঠবেই।

কোন ধরনের তেল বাছবেন?

Advertisement

নারকেল তেল

নারকেলের শাঁস থেকে বিশেষ পদ্ধতিতে তৈরি হয় নারকেল তেল। চুলের যত্নে এই তেলের ব্যবহার বহু প্রাচীন। নারকেল তেলে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এতে রয়েছে লরিক অ্যাসিড, যা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। মাথার ত্বকের ছোটখাটো সংক্রমণ প্রতিহত করতে তা কার্যকর। এ ছাড়াও তেলটিকে চুল সহজে শোষণ করে নিতে পারে। শুষ্ক চুল হলে এই তেলই ভাল।

মেথির তেল

মাথার ত্বকে ছত্রাকঘটিত সংক্রমণ বা খুশকি হলে ঘরোয়া টোটকা হিসাবে মেথির তেল ব্যবহার করেন অনেকে। এই টোটকা কিন্তু বেশ কাজের। মাথার ত্বকের শুষ্ক ভাব দূর করতে এই তেল মাখা যেতে পারে।

অলিভ অয়েল

জলপাই থেকে এই তেল তৈরি হয়। নারকেল তেলের মতো রান্নাতেও অলিভ অয়েল ব্যবহৃত হয়। ত্বক থেকে চুলের যত্নে অলিভ অয়েল বিশেষ কার্যকর। ২০১৫ সালে 'পাবলিক লাইব্রেরি অফ সায়েন্স' (পিএলওএস) নামে একটি জার্নালে প্রকাশিত এই সংক্রান্ত গবেষণা বলছে, চুলের বৃদ্ধিতে অলিভ অয়েলের ভূমিকা রয়েছে। যদিও এ নিয়ে বিস্তারিত তথ্য মেলেনি বা একাধিক গবেষণা হয়নি। তবু বহু দিন ধরে তেলটির ব্যবহার হয়ে আসছে। চুল পড়ার সমস্যা বাড়ছে, খুশকির সমস্যা রয়েছে যাঁদের, তাঁদের জন্য এই তেল ভাল।

টি ট্রি অয়েল

মাথার ত্বক অতিরিক্ত তেলতেলে। তা সত্ত্বেও খুশকি হয়। তবে এই খুশকি কিন্তু মাথা থেকে ঝরে পড়ে না। মাথা চুলকালে অনেক সময়ে নখের কোণে উঠে আসে। এই সমস্যায় কিন্তু মেথির তেল কাজ করবে না। বরং টি ট্রি অয়েল মাখলে মাথার ত্বকের সেবাম ক্ষরণ নিয়ন্ত্রণে থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement