সমস্যা ভিন্ন, সমাধান নয় কেন? খুশকি থেকে চুল ঝরা, কখন কোন মাস্ক মাখবেন জানেন কি?

চুলের যত্নে মাস্ক মাখবেন। কিন্তু কোন মাস্ক? সমস্যা যদি আলাদা হয় মাস্কও তো আলাদা হবে। কোনটি আপানার জন্য উপযুক্ত বুঝবেন কী করে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৩:৪০
Share:

চুলের জন্য যে কোনও মাস্কই কি মাখা যায়? ছবি:ফ্রিপিক।

গত কয়েক মাস ধরেই ক্রমশ চুল ঝরছে? মাথার ত্বকে তেল মালিশের পাশাপাশি মাস্কও মাখবেন ঠিক করেছেন। কিন্তু যে কোনও মাস্ক কি যে কোনও সমস্যার সমাধানের উপযোগী? টক দই, ডিম, মধু, কলা, অলিভ অয়েল-সহ বিভিন্ন ঘরোয়া উপকরণেই বিভিন্ন রকম মাস্ক তৈরি করা যায়। সুযোগ-সুবিধা মতো তারই মধ্যে কোনও একটি বেছে নেন যে কেউ। চুলের সমস্যা নিয়ে কাজ করা একটি সংস্থায় নিযুক্ত ত্বকের চিকিৎসক বলছেন, ‘‘প্রাকৃতিক উপাদানে তৈরি বিভিন্ন মাস্ক চুলের জন্য খুবই ভাল।’’

Advertisement

তবে চুলের সমস্যা, ধরন অনুযায়ী মাস্ক বেছে নেওয়া প্রয়োজন।

ক্ষতিগ্রস্ত চুল: জেল্লা হারানো, বার বার বৈদ্যুতিক যন্ত্র দিয়ে স্টাইলিং-এর ফলে গরমে ক্ষতিগ্রস্ত হয়ে পড়া চুলের জন্য বেছে নিতে পারেন প্রোটিন মাস্ক। ইয়োগার্ট এবং ডিম দিয়ে তৈরি করতে হবে এই মাস্ক। ইয়োগার্টে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা মাথার ত্বক পরিষ্কার করতে সাহায্য করে। এতে থাকে হে এবং কেসিন নামে এক ধরনের প্রোটিন, যা চুলের গোড়া মজবুত করতে সহাযক। চুলের অন্যতম উপাদান হল কেরাটিন। তা জোগান দিতে সাহায্য করে ডিম। একটি ডিমের সঙ্গে ২ টেবিল চামচ ইয়োগার্ট মিশিয়ে নিলেই মাস্ক তৈরি হয়ে যাবে।

Advertisement

খুশকি: শীতের মরসুমে বা বর্ষার সময়ে অনেকেরই খুশকির সমস্যা বেড়ে যায়। এই সময় মাখতে পারেন টি-ট্রি অয়েল এবং অ্যালো ভেরা মাস্ক। খুশকির ফলে মাথা চুলকায়। অ্যালো ভেরায় থাকা প্রদাহনাশক উপাদান সেই সমস্যার সমাধান করতে পারে। তা ছাড়া চুলে আর্দ্রতা জোগাতেও সহায়ক এটি। অ্যালো ভেরায় অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি ফাঙ্গাল উপাদান রয়েছে। যা খুশকি দূর করতে সাহায্য করে। টি-ট্রি অয়েলে থাকা তেরাপিনেন-৪-অল খুশকি কমাতে, মাথার ত্বকের সংক্রমণ ঠেকাতে সহায়ক। ২ টেবিল চামচ অ্যালো ভেরা জেলের সঙ্গে কয়েক ফোঁটা টি-ট্রি অয়েল মিশিয়ে সহজেই মাস্ক বানানো যায়।

চুলের বৃদ্ধি: চুল সে ভাবে না ঝরলেও, লম্বায় বেড়ে উঠছে না। তা হলে মেখে দেখুন নারকেল তেল এবং মধুর মাস্ক। চুলের দৈর্ঘ্য অনুযায়ী নারকেল তেল নিন। তার সঙ্গে কয়েক ফোঁটা মধু দিন। নারকেল তেল চুল ভাল রাখতে এবং বৃদ্ধিতে সহায়ক। এতে থাকে লরিক অ্যাসিড। নারকেল তেলের ফ্যাটি অ্যাসিড শুষ্ক চুল ময়েশ্চারাইজ় করতে সাহায্য করে। মধু শীতের মরসুমে চুলের আর্দ্রতা ধরে রাখতে কার্যকর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement