অ্যালো ভেরা দিয়ে ক্রিম বানিয়ে নিন। ছবি: এআই সহায়তায় প্রণীত।
বাড়িতে অ্যালো ভেরা গাছ থাকলে, তা থেকে রস বার করে জেল, মাস্ক, প্যাক বানানো সহজ। রূপচর্চার জগতের এমন প্রথার চলও রয়েছে। কিন্তু অ্যালো ভেরার রস দিয়ে ক্রিম বা ময়েশ্চারাইজ়ার বানানোর পদ্ধতি জানেন না অনেকেই।
অ্যালো ভেরার রস ভিটামিন, এনজ়াইম, অ্যামাইনো অ্যাসিড, পলিস্যাকারাইডে ভরপুর। রসের আণবিক কণা ত্বকে আর্দ্রতা ধরে রাখতে, ক্লান্ত ত্বককে সতেজ করতে সাহায্য করে। এমনই এক উপকারী গাছ আপনার বাগানে, বারান্দায়, জানলায় সহজেই রাখা যেতে পারে। ন্যূনতম রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় অ্যালো ভেরার ক্ষেত্রে। হাতের কাছে পুষ্টিগুণের এমন এক উৎস থাকলে, তা ব্যবহার না করলে চলে! তবে মাস্ক, প্যাকের ঊর্ধ্বে গিয়ে ক্রিম বানানোর পদ্ধতি জেনে নিলে ত্বকচর্চায় আরও এক ধাপ এগিয়ে থাকা যায়।
বাড়ির বাগানেই চাষ করুন অ্যালো ভেরা গাছ। ছবি: সংগৃহীত।
অ্যালো ভেরা ক্রিম বানানোর পদ্ধতি
উপকরণ
১ কাপ অ্যালো ভেরা জেল (২০০ মিলিলিটার)
১০০ মিলিলিটার নারকেল তেল
২ টেবিল চামচ হোহোবা তেল
দেড় টেবিল চামচ প্রাকৃতিক মোম
৩-৫ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল
প্রস্তুতপ্রণালী
নারকেল তেল, হোহোবা তেল আর মোম মিশিয়ে হালকা আঁচে ধীরে ধীরে গলিয়ে নিন। অল্প ঠান্ডা হতে দিন। তার পর থার্মোমিটার দিয়ে মেপে দেখে নিন, তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস হয়েছে কি না। এ বার অ্যালো ভেরা জেল মিশিয়ে নিন সেই পাত্রে। তার পর কাঁটা দিয়ে একটানা ঘাঁটতে থাকুন যত ক্ষণ না ক্রিমের আকার ধারণ করে। কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে ভাল করে নাড়িয়ে নিন। পরিষ্কার কাচের পাত্রে ক্রিমটিকে ঢেলে রাখুন। বানানোর তারিখটি কাগজে লিখে পাত্রের গায়ে সেঁটে দিন। ফ্রিজে রাখুন বা বাইরে, খেয়াল রাখতে হবে, যাতে তা আলো এবং তাপের সংস্পর্শে না আসে। নয়তো মেয়াদ আরও কমে আসবে।
কিসে কাজে আসবে?
· দাড়ি বা লোম চাঁছার পর অ্যালো ভেরা ক্রিম মাখতে পারেন।
· রোদে বেরোনোর আগে সানস্ক্রিনের সঙ্গে মেখে নিতে পারেন।
· শুষ্ক আবহাওযায় এই ক্রিম ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পারে।
· ভিটামিন সি সিরামের সঙ্গে মেখে নিলে পরিবেশ দূষণ থেকে ত্বককে রক্ষা করা যায়।