Aloe Vera Oil for skin

অ্যালো ভেরা জেল নয় তেল, মাখলেই রোদে পোড়া দাগ, ব্রণ নির্মূল হবে, কী ভাবে তৈরি করবেন?

রোদে পোড়া ত্বকের যত্নে সানস্ক্রিন ব্যবহার করতে বলা হয়। তৈলাক্ত ত্বকে র‌্যাশ, ব্রণের সমস্যা থাকলে সানস্ক্রিন মাখতে চান না অনেকেই। তাই বলে ত্বক রোদে পুড়বে না, এমন তো নয়। তা হলে কী করবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ২০:০২
Share:

ত্বকের যাবতীয় সমস্যার সমাধান করতে পারে অ্যালো ভেরা তেল, তৈরি করে নিন বাড়িতেই। ছবি: ফ্রিপিক।

বাজারে বিভিন্ন ধরনের, বিভিন্ন সংস্থার সানস্ক্রিন লোশন পাওয়া যায়। কী ধরনের প্রসাধনী, কোন ধরনের ত্বকের জন্য ভাল, সে সব জেনে তবেই সানস্ক্রিন কিনতে বলেন চিকিৎসকেরা। তা সত্ত্বেও এই ক্রিম মেখে রোদে বেরোনোর পর মুখে কালচে ছোপ পড়া, র‌্যাশ হওয়া, তেলের পরিমাণ বে়ড়ে যাওয়ার মতো সমস্যার সম্মুখীন হন অনেকেই। হতাশ হয়ে সানস্ক্রিন মাখা বন্ধ করে দেন। কিন্তু তাই বলে রোদে ত্বক পুড়বে না, এমন তো নয়। রোদে পোড়া দাগ দূর করার জন্য অ্যালো ভেরা বা ঘৃতকুমারীর নির্যাস যে কোনও ধরনের ত্বকের জন্যই দারুণ উপকারী। দোকানে অনেক রকম অ্যালো ভেরা জেল পাওয়া যায়। তবে ত্বক চিকিৎসকেরা জানাচ্ছেন, অ্যালো ভেরা তেলই ত্বকের জন্য সবচেয়ে ভাল। তা তৈরি করে নিতে পারেন বাড়িতেই।

Advertisement

অ্যালো ভেরা তেল তৈরির পদ্ধতি

দু'টি অ্যালো ভেরার পাতা দিয়ে চামচ দিয়ে ভিতরের জেল বার করে নিন।

Advertisement

এ বার দু'কাপের মতো জেল নিয়ে তাতে আধ কাপের মতো নারকেল তেল মেশান।

দু'টি মিশ্রণ ফুটিয়ে নিতে হবে। ১০ মিনিট ফোটানোর পরেই জেলের সঙ্গে নারকেল তেল মিশে গিয়ে আঠালো মিশ্রণ তৈরি করবে।

এই মিশ্রণ ঠান্ডা করে কাচের শিশিতে ভরে রাখুন।

সপ্তাহে তিন দিন এই মিশ্রণ মুখে মালিশ করলে ত্বকের লাবণ্য ফিরে আসবে।

অ্যালো ভেরার উপকারিতা

অ্যালো ভেরা ভাঙলে ভেতরে যে জেলির মতো পদার্থটি দেখা যায়, সেটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে দারুন উপযোগী। এতে থাকে একাধিক ভিটামিন যার মধ্যে ভিটামিন ই ও ভিটামিন সি ত্বকের জন্য বিশেষ ভাবে উপযোগী। তা ছাড়া এতে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্ট যা ত্বককে কোমল ও মোলায়েম রাখে। রোদে পুড়ে যাওয়া ত্বককে পুনরায় সজীব করতেও সহায়তা করে অ্যালো ভেরা।

দাড়ি কামানোর সাবান বা ক্রিমের বদলে ব্যবহার করা যায় এটি। গরম জল, অল্প তেল ও অ্যালো ভেরা জেলের মিশ্রণ ব্যবহার করা যেতে পারে দাড়ি কাটার সময়। এটি যেহেতু প্রদাহ কমাতেও বেশ কার্যকর তাই দাড়ি কাটার পর জ্বালাও কমে এতে।

শুষ্ক ত্বকের সমস্যায় যাঁরা ভুগছেন, তাঁরা নিয়মিত এই তেল ব্যবহার করতে পারেন। এতে ত্বক নরম ও মসৃণ হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement