এখন পাওয়া যায় আই-ব্রো জেল, কী সেটি, কেন ব্যবহার করবেন? ছবি: সংগৃহীত।
ঘন, লম্বা সুন্দর ভ্রু, কিন্তু তা যদি এলোমেলো থাকে, তবে কি ভাল দেখায়? ভ্রু পাতলা হোক বা ঘন— তাকে সুন্দর ভাবে সাজিয়ে তুলতে না পারলে, রূপটান অসম্পূর্ণ থেকে যায়। আর এই কাজটি নিখুঁত ভাবে করার জন্য এখন কদর বাড়ছে ভ্রু জেলের।
অনেকেরই ভ্রু খুব ঘন হয়, ভ্রু-র লোম বা চুলগুলোও বড় থাকে। কিন্তু তা যদি ঘেঁটে যায় বা তাতে পরিপাট্য না থাকে, তবে তা দেখতে ভাল লাগে না। আবার চুলের যেমন যত্ন দরকার হয়, তেমনটা হয় ভ্রু-র ক্ষেত্রেও। এই দুই কাজই সহজ করে তুলতে পারে ভ্রু জেল। বিশেষত শীতের দিনে বাতাসে আর্দ্রতা কম থাকায় যেমন ত্বক রুক্ষ হয়ে পড়ে, তেমনই ভ্রু-ও। অনেকেরই এই সময় ভ্রু চুলকায়। জেল ভ্রুয়ে আর্দ্রতা জোগাতে সাহায্য করে।
জিনিসটি স্বচ্ছ জেলের মতো। মাস্কারার ব্রাশের মতো ব্রাশের সাহায্যে সেই জেলের পরত ভ্রুতে বুলিয়ে নিলে প্রতিটি লোম আরও স্পষ্ট এবং উজ্জ্বল হয়ে ওঠে।
সৌন্দর্যে কতটা প্রভাব ফেলে?
ভ্রুর আকার ঠিক রাখে: অনেকের ভ্রুর লোম নীচের দিকে ঝুলে থাকে। ভ্রু জেল ব্যবহার করলে লোমগুলি সারা দিন সুন্দর ভাবে বসে থাকে, এলোমেলো দেখায় না।
ভ্রু ঘন দেখায়: যাঁদের ভ্রু পাতলা তাঁরা স্বচ্ছ জেলের বদলে ঘন বাদামি রঙের জেল ব্যবহার করলে ভ্রু অনেক বেশি ঘন এবং ভরাট দেখায়।
সৌন্দর্য: আইব্রো পেন্সিল ব্যবহার করলে অনেক সময় ভ্রু আঁকা বা কৃত্রিম মনে হতে পারে। কিন্তু জেল ব্যবহার করলে মনে হয় এটা নিজস্ব সৌন্দর্য।
বাড়িতে কী ভাবে আই ব্রো জেল বানাবেন?
বাজারচলতি আইব্রো জেল কিনতে না চাইলে বাড়িতে তা বানাতে পারেন। এর দু’টি সুবিধা। প্রথমত, প্রাকৃতিক উপাদানের ব্যবহার ভ্রু ভাল রাখবে। দ্বিতীয়ত, এটি সাশ্রয়ীও। তা ছাড়া, আইব্রো পেনসিলের বদলে আইব্রো জেল ব্যবহার করলে, ভ্রু দেখাবেও অনেক বেশি সুন্দর।
উপকরণ
১ টেবিল চামচ অ্যালো ভেরা জেল
১ টেবিল চামচ কফি
৪-৫ ফোঁটা হোহোবা অয়েল বা অলিভ অয়েল
পদ্ধতি: তিন উপকরণ খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। অ্যালো ভেরা জেল এবং হোহাবা অয়েল বা অলিভ অয়েল ভ্রু-র যত্ন নেবে। কফি প্রাকৃতিক বাদামি রং আনবে। মাস্কারার খালি কৌটো ধুয়ে শুকিয়ে নিন। মিশ্রণটি তার মধ্যে ভরে রাখুন। মাস্কারার ব্রাশ দিয়েই ভ্রু আঁচড়ে নিন।