Instant Glowing Mask

চটজলদি ঝকঝকে হয়ে ওঠার উপায় আছে হাতের কাছেই, লাগবে শুধু ৫ উপাদান

নিয়মিত, ক্লিনজ়িং, টোনিং, ময়েশ্চারাইজ়িং ত্বক ভাল রাখলেও মুখের কালো ছোপ উঠতে চায় না। সালোঁয় গিয়ে রূপচর্চা বা ট্যান তোলার সময় হয় না সবসময়। চটঝলদি জেল্লা ফেরাতে কী করবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪২
Share:

সালোঁয় যেতে পারছেন না? চটজলদি ঝকঝকে হয়ে উঠবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।

নিয়মিত বাইরে বেরিয়ে রোদের তাপে, ধুলোয় মুখে কালচে ছোপ পড়েছে? এমন সমস্যায় প্রায় সকলেই ভোগেন। নিয়মিত, ক্লিনজ়িং, টোনিং, ময়েশ্চারাইজ়িং ত্বক ভাল রাখলেও কালো ছোপ মোটও উঠতে চায় না। অথচ অনেক সময় হঠাৎ করে বন্ধুদের পরিকল্পনা বা অনুষ্ঠান এসে যায়। সালোঁয় গিয়ে রূপচর্চা বা ট্যান তোলার সময় হয় না সেই মুহুর্তে। তখন কী করবেন? পাঁচ উপকরণে তৈরি করুন মাস্ক। মাত্র আধ ঘণ্টাতেই ঝকঝকে হয়ে উঠবে মুথ।

Advertisement

ময়দা: ত্বকের ময়লা পরিষ্কার করতে, মরা কোষ ঝরিয়ে দিতে সাহায্য করে।

বেসন: মুখের তেল-ময়লা তুলে দেয় বেসন। ক্ষতিকর রাসায়নিক না থাকায় ত্বকের ক্ষতিও হয় না এতে।

Advertisement

গোলাপজল: ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে গোলপজল।

গ্লিসারিন: ত্বককে গভীর ভাবে আর্দ্র রাখতে এবং ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে।

হলুদ: অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান রয়েছে এতে। ত্বকের কালচে ভাব দূর করতেও সাহায্য করে।

কী ভাবে বানাবেন?

আধ চা-চামচ ময়দার সঙ্গে আধ চা-চামচ বেসন, হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। ১ টেবিল চামচ গোলাপজল এবং আধ চা-চামচ গ্লিসারিন। সমস্ত উপকরণ খুব ভাল করে মিশিয়ে নিতে হবে।

ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেওয়ার পরে মিশ্রণটি মুখে মেখে রাখুন ১৫ মিনিট। তার পর জলের ঝাপটা দিয়ে ধুয়ে নিন। হালকা হাতে মাসাজ করে মিশ্রণটি তুলে ফেলুন। একবার মাস্কটি ব্যবহার করলেই তফাত চোখে পড়বে। সপ্তাহে ২ থেকে ৩ দিন এই মাস্কের ব্যবহার মুখে কালচে ভাব সম্পূর্ণ পরিষ্কার করে দেবে। ত্বক হবে স্বাস্থ্যোজ্জ্বল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement