Homemade Serum

বাজারজাত পণ্যে অ্যালার্জি? ৫-৬টি উপকরণ মিশিয়ে বানিয়ে নিন ফেস সিরাম, ত্বক হবে নরম ও জেল্লাদার

কয়েকটি উপকরণ জোগাড় করে বাড়িতেই বানিয়ে নিন ফেস সিরাম। কোনও রাসায়নিক ছাড়াই শীতের নিস্তেজ ভাব দূর করতে পারে এই পণ্য। শুধু জানতে হবে, কোন কোন উপকরণ দিয়ে বানাবেন, কী ভাবে ব্যবহার করবেন মুখে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৭
Share:

বাড়িতে ফেস সিরাম বানাতে কী কী উপকরণ প্রয়োজন? ছবি: সংগৃহীত।

বাজারজাত সিরাম ব্যবহার করলেই ত্বকে জ্বালা ধরে, লালচে ছোপ পড়ে যায়? বিভিন্ন রাসায়নিক মিশ্রিত পণ্য অনেকের ত্বকের জন্যই উপযুক্ত নয়। সে ক্ষেত্রে বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারেন ফেস সিরাম। বানানোর পদ্ধতি কঠিন নয়, কেবল কয়েকটি উপকরণ জোগাড় করতে হবে। কিন্তু সে সব উপকরণ ভাল ভাবে সংরক্ষিত করলে, আবার তা দিয়ে নতুন ভাবে সিরাম বানিয়ে নিতে পারবেন। তাতে ত্বকচর্চা আগের তুলনায় সাশ্রয়ী হবে এবং ত্বকে জেল্লাও ফিরতে পারে।

Advertisement

বাড়িতে কী ভাবে ফেস সিরাম বানাবেন?

তেল দিয়ে সিরাম তৈরি করলে অতি সহজে শীতের শুষ্কতার সঙ্গে যুঝতে পারবে আপনার ত্বক। তাই খানিক ভারী সিরাম বানালে ত্বকের জন্য ভাল হবে। কী কী প্রয়োজন, দেখে নিন।

Advertisement

উপকরণ

২ টেবিল চামচ আমন্ড অয়েল (ভিটামিন ই ভর্তি এই তেল শুষ্কতা দূর করে ত্বককে টানটান করবে, কোমল করবে এবং দীপ্তি ফেরাবে।)

১ টেবিল চামচ রোজ়হিপ অয়েল (শীতের নিস্তেজ ত্বক থেকে দাগ ও বলিরেখা দূর করতে পারে। রোদে পোড়ার সমস্যা মিটিয়ে ত্বকে প্রাক়ৃতিক ঔজ্জ্বল্য আনবে।)

২টি ভিটামিন ই ক্যাপসুল (ত্বকে আর্দ্রতা ধরে রাখতে পারে।)

১ চা চামচ অ্যালো ভেরা জেল (ত্বকে শীতল অনুভূতি দিতে পারে। শুষ্কতা থেকে তৈরি জ্বালা, খসখসে ভাব দূর করতে পারে।)

৪-৫ ফোঁটা গ্লিসারিন (ত্বকের ভিতরের স্তর থেকে অথবা বাইরের পরিবেশ থেকে আর্দ্রতা টেনে এনে শুষ্ক অংশকে ময়েশ্চারাইজ় করতে পারে।)

১ চা চামচ গোলাপজল (ত্বককে ঠান্ডা করবে প্রাকৃতিক ভাবে। মুখে জেল্লা এনে নরম করে তুলতে পারে ত্বককে।)

প্রণালী

এই সমস্ত উপকরণকে একসঙ্গে মিশিয়ে একটি ড্রপার বোতলে ঢেলে ফ্রিজে রেখে দিতে পারেন।

ব্যবহারের উপায়

২-৩ ফোঁটার বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। হালকা সিক্ত ত্বকে এই সিরাম মেখে নিতে পারেন। তা সে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন অথবা ফেস মিস্ট মেখে নিন। ত্বক হালকা আর্দ্র হয়ে গেলে সিরাম মুখে মেখে নিন। গালে ঘষে নেওয়ার দরকার নেই, বরং আলতো চাপে হাতের আঙুল দিয়ে গোটা মুখে মেখে নিন। রাতে ঘুমোনোর আগে ব্যবহার করলে সবচেয়ে ভাল হয়। তবে যদি এতেও ত্বক থেতে শুষ্কতা দূর না হয়, তা হলে এর উপর দিয়ে অল্প ময়েশ্চারাইজ়ার মেখে নিলে বেশি উপকার মিলতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement