Homemade Hair Tonic

চুলের পুষ্টি জোগাবে বিশেষ ‘টনিক’, তৈরি করতে পারেন বাড়িতেই, কী কী মেশাতে হবে?

চুল ভাল রাখতে ভাল মানের ‘হেয়ার টনিক’-এর প্রয়োজন, যা চুলের পুষ্টি জোগাবে এবং মাথার ত্বকে পিএইচের ভারসাম্যও বজায় রাখবে। এমন টনিক দোকান থেকে কেনার প্রয়োজন নেই, তৈরি করে নিতে পারেন বাড়িতেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৫
Share:

তিন ভাবে চুলের জন্য টনিক তৈরি করতে পারেন, পদ্ধতিগুলি জেনে নিন। ছবি: ফ্রিপিক।

চুল নিয়ে নাজেহাল অনেকেই। বাইরে যে পরিমাণ ধুলো-ধোঁয়া তাতে চুল আর ভাল রাখা যাচ্ছে না। প্রতি দিন শ্যাম্পু করা সম্ভব নয়। এদিকে চুল চিটচিটে হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আঁচড়াতে গেলেই গোছা গোছা চুল উঠছে। চুলের ডগা ফাটার সমস্যাও হচ্ছে। চুল ভাল রাখতে তাই ভাল মানের ‘হেয়ার টনিক’-এর প্রয়োজন যা চুলের পুষ্টি জোগাবে এবং মাথার ত্বকে পিএইচের ভারসাম্যও বজায় রাখবে। এমন টনিক দোকান থেকে কেনার প্রয়োজন নেই, তৈরি করে নিতে পারেন বাড়িতেই। সামান্য কিছু উপকরণ মজুত রাখলেই, স্বাস্থ্যকর ‘হেয়ার টনিক’ তৈরি হয়ে যাবে।

Advertisement

তিন ভাবে চুলের জন্য টনিক তৈরি করতে পারেন। কী কী ভাবে, জেনে নিন।

রুক্ষ চুলের জন্য

Advertisement

নারকেল তেল বা অলিভ তেল গরম করে তাতে একটি গ্রিন টি ব্যাগ ডুবিয়ে রাখুন আধ ঘণ্টার মতো। গ্রিন টি তেলের সঙ্গে মিশে গেলে তা কাচের শিশিতে ভরে রাখুন। ব্যবহারের সময়ে এই তেল হালকা গরম করে মাথায় মালিশ করতে হবে। ১ ঘণ্টার মতো রেখে শ্যাম্পু করে নিতে পারেন। অথবা সারা রাত রাখতে পারলে ভাল হয়। সকালে উঠে হালকা কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেবেন। এই টনিক চুলের আর্দ্রতা ধরে রাখবে। যাঁদের চুল খুব রুক্ষ ও শুষ্ক হয়ে গিয়েছে, ডগা ফাটার সমস্যা বেশি, তাঁদের জন্য এই তেল খুবই উপযোগী হবে।

কোঁকড়ানো চুলের জন্য

একমাথা কোঁকড়ানো চুল সামলানো সহজ নয়। এমন চুলে জট পড়ে খুব বেশি। তা ছাড়া সঠিক ভাবে যত্ন না নিলে চুল খুব তাড়াতাড়ি রুক্ষ হয়ে যায়। তাই কোঁকাড়ানো চুলের পরিচর্যা সঠিক ভাবে করতে হয়। এর জন্য এক কাপ গ্রিন টি বানিয়ে ঠান্ডা করে নিন। এর পর তাতে জোজোবা বা ল্যাভেন্ডার অয়েল ৫-৬ ফোঁটা মিশিয়ে নিন। এই মিশ্রণ স্প্রে বোতলে ভরে রেখে দিতে পারেন। চুল রুক্ষ হয়ে গেলেই স্প্রে করবেন। তা হলেই চুল নরম ও জেল্লাদার দেখাবে।

খুশকির সমস্যা ভোগালে

খুশকির সমস্যা থেকে রেহাই পেতে বিশেষ এক রকম হেয়ার টনিক তৈরি করে রাখতে পারেন। এক কাপ জলে দু’চা চামচের মতো গ্রিন টি পাতা দিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা করে তাতে ১ চা চামচ অ্যাপল সাইডার ভিনিগার মিশিয়ে নিন। এই মিশ্রণ শিশিতে বা স্প্রে বোতলে ভরে রাখতে পারেন। মাথার ত্বকে চুলকানি হলে বা খুশকি বেড়ে গেলে এই টনিক ভাল করে মাথায় মেখে নিতে হবে। এর পরে চুল ধোবেন না, শুধু শুকিয়ে নেবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement