ঘরেই বানান চুলের স্প্রে। ছবি: সংগৃহীত।
হালকা উসকো-খুশকো বা ঢেউখেলানো। অথবা শুষ্ক রুক্ষতায় জলের ছোঁয়া। এমন কেশসজ্জা পছন্দ? গরমের সময়ে চুলে যদি রেশমের আমেজ আনতে পারেন, তা হলে আর কী চাই! অনেকেই হয়তো ভাববেন, ঘন ঘন শ্যাম্পু এবং কন্ডিশনার অথবা নামী-দামি পণ্য ব্যবহার করতে হবে। কিন্তু নামমাত্র খরচে বাড়িতেই আপনি বানিয়ে নিতে পারেন বিশেষ স্প্রে। যখন-তখন এই মিশ্রণের ছিটে আপনার চুলকে তেলচিটে ভাব থেকে রক্ষা করবে।
আপনার সহায় হোক পিঙ্ক সল্ট হেয়ার স্প্রে।
কী ভাবে বানাবেন দেখে নিন—
উপকরণ
১ কাপ পিঙ্ক সল্টের স্ফটিক
অ্যালো ভেরার জেল
এসেনশিয়াল অয়েল (ল্যাভেন্ডার বা স্যুইট অরেঞ্জ)
পরিশোধিত জল
স্প্রে বোতল
ফানেল
পিঙ্ক সল্ট দিয়ে বানিয়ে নিন স্প্রে। ছবি: সংগৃহীত।
প্রণালী
ফানেল ব্যবহার করে ফাঁকা স্প্রে বোতলে এক কাপ পিঙ্ক সল্ট ঢেলে দিন। এ বার বোতলে ৬ ফোঁটা এসেনশিয়াল অয়েল যোগ করে দিন। তার পর দেড় কাপ জল এবং আধ কাপ অ্যালো ভেরা জেল মেশাতে হবে তাতে। মিশ্রণে থাকবে তিন ভাগ জল আর এক ভাগ অ্যালো ভেরা জেল। অ্যালো ভেরা জেলের ময়েশ্চারাইজ়িং গুণ আছে বলে এটি চুলের জন্য উপকারী। এসেনশিয়াল অয়েল সুগন্ধ যুক্ত করে এই মিশ্রণে। প্রতি বার ব্যবহারের আগে ভাল করে ঝাঁকিয়ে নিতে হবে। বারে বারে ব্যবহারের পর পিঙ্ক সল্ট সম্পূর্ণ রূপে দ্রবীভূত হতে শুরু করবে মিশ্রণে। ধীরে ধীরে মিশ্রণটি গোলাপি রং ধারণ করবে। এ বার বেশ কয়েক মাস ধরে প্রয়োজন মতো ব্যবহার করুন ঘরে বানানো অথচ সালোঁর মতো এই স্প্রে।