Eye Care Tips

চোখের তলার কালি ঢাকতে বাড়িতে বানিয়ে নিন আই মাস্ক! শিখে নিন কৌশল

মানসিক চাপের কারণে চোখের তলায় কালি পড়তে পারে। এই সব সমস্যা নিয়ন্ত্রণে আই মাস্ক কাজে লাগাতে পারে। বাজার থেকে চড়া দাম দিয়ে আই মাস্ক না কিনে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ২০:২১
Share:

আই মাস্ক বানিয়ে নিন বাড়িতেই। ছবি: এআই।

ত্বকে নানা ধরনের মাস্ক ব্যবহার করেন। মাস্ক ব্যবহার করেন চুলেও। ইদানীং ঠোঁটেও মাস্ক ব্যবহার করা হচ্ছে। তা হলে চোখেরই বা মাস্ক হবে না কেন! মামুলি শসার চাকতি কিংবা ঠান্ডা টি ব্যাগ নয়। চুল বা মুখের জন্য যেমন মাস্ক বানিয়ে ব্যবহার করেন, চোখের জন্যও ততটাই যত্ন নিতে হবে।

Advertisement

ঘুম থেকে ওঠার পরে অনেকের চোখের নীচটা ফোলা দেখায়। চোখে অস্বস্তি হতে পারে দীর্ঘ ক্ষণ কম্পিউটারের পর্দার দিকে তাকিয়ে থাকলেও। মানসিক চাপের কারণে চোখের তলায় কালি পড়তে পারে। এই সব সমস্যা নিয়ন্ত্রণে আই মাস্ক কার্যকর হতে পারে। বাজার থেকে চড়া দাম দিয়ে আই মাস্ক না কিনে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন।

কী ভাবে বানাবেন?

Advertisement

১ টেবিল চামচ জেলাটিন ২ টেবিল চামচ জলে কিছু ক্ষণ ভিজিয়ে রাখুন। এ বার গ্রিন টি বানিয়ে নিন। একটি পাত্রে দু’টেবিল চামচ তরল গ্রিন টি, ১ চা চামচ গ্রিন টি পাতা আর জেলাটিনের মিশ্রণ খুব ভাল করে মিশিয়ে নিন। এ বার একটি বাটার পেপারের উপর চোখের আকার করে মিশ্রণটি ঢেলে দিন। ফ্রিজে রেখে দিন মিনিট পনেরো। তৈরি হয়ে যাবে ঘরোয়া আই মাস্ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement