Dark Lips Treatment

লিপস্টিক থেকে কালচে ছোপ পড়েছে ঠোঁটে? কী ভাবে যত্ন নিলে গোলাপি আভা ফিরবে?

রোজ যদি লিপস্টিক ব্যবহার করেন, তা হলে কিছু নিয়ম মানতেই হবে। না হলে ঠোঁটে কালচে দাগছোপ তো পড়বেই, লিপস্টিকের রাসায়নিক ঠোঁটের ত্বকেরও ক্ষতি করবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ১৮:১১
Share:

রোজ লিপস্টিক ব্যবহার করলে ঠোঁটে কালচে ছোপ পড়ে, কী ভাবে যত্ন নেবেন? ছবি: ফ্রিপিক।

প্রতি দিন লিপস্টিক লাগিয়ে তবেই বাড়ি থেকে বেরোন? গাঢ় রঙের লিপস্টিক ছাড়া মন ভরে না? তা সে গাঢ় হোক বা হালকা, রোজ যদি লিপস্টিক ব্যবহার করেন, তা হলে কিছু নিয়ম মানতেই হবে। না হলে ঠোঁটে কালচে দাগছোপ তো পড়বেই, লিপস্টিকের রাসায়নিক ঠোঁটের ত্বকেরও ক্ষতি করবে।

Advertisement

তবে সব লিপস্টিকের ক্ষেত্রে এই যুক্তি খাটে না। কারও যদি আগে থেকেই ঠোঁটের সমস্যা থাকে, সে ক্ষেত্রে পুরোপুরি লিপস্টিককে দায়ী করা যায় না। তবুও জেনে নিন, কী ভাবে ঠোঁটের যত্ন নেবেন।

লিপস্টিক ব্যবহারের নিয়ম

Advertisement

লিপস্টিক কেনার সময় দেখে নিন তার মধ্যে কী কী উপাদান রয়েছে। কারণ লিপস্টিকের মধ্যে যদি এমন কোনও উপাদান থাকে যাতে আপনার অ্যালার্জি হতে পারে তাহলে সেটা এড়িয়ে চলাই ভাল।

লিপস্টিক লাগানোর আগে লিপবাম লাগানো জরুরি। লিপবাম বা লিপ ময়শ্চারাইজার ঠোঁটের ত্বককে নরম ও আর্দ্র রাখবে। বিশেষ করে ম্যাট লিপস্টিক ব্যবহারের আগে লিপবাম ব্যবহার করা ভাল।

রাতে ঘুমানোর আগে অবশ্যই লিপস্টিক পুরোপুরি তুলে ফেলুন। এর জন্য মেকআপ রিমুভার বা নারকেল তেল ব্যবহার করতে পারেন।

লিপস্টিক তোলার পর ঠোঁট পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন।

ঠোঁটের যত্নে

১) ঠোঁটের রং ধরে রাখতে এক্সফোলিয়েট করা জরুরি। আঙুলের ডগা হালকা জলে ভিজিয়ে নিন। ভেজা আঙুলে চিনি নিয়ে আলতো করে ঠোঁটে ঘষুন। জল দিয়ে ধুয়ে লিপ বাম লাগিয়ে নিন। সপ্তাহে অন্তত দু’বার করুন।

২) প্রতি রাতে শোওয়ার সময় অবশ্যই লিপ বাম লাগিয়ে শোবেন। এতে ঠোঁটের আর্দ্রতা বজায় থাকবে।

৩) রোদে পুড়েও ঠোঁটে কাল ছোপ পড়তে পারে। বাইরে বেরনোর আগে তাই এসপিএফ ১৫ যুক্ত কোনও লিপ বাম লাগিয়ে নিন। তা ছাড়া অ্যালয়ভেরা জেল লাগিয়েও বাইরে বেরোতে পারেন। ধুলো, ময়লা থেকে রক্ষা করতে অ্যালয়ভেরা জেলা খুব ভাল কাজ করে।

৪) ঠোঁটের শুষ্ক ভাব কাটাতে প্রচুর জল ও ভিটামিন সি যুক্ত ফলের রস খান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement