Neck Wrincles

বয়সে আগেই গলার চামড়া ঝুলে গিয়েছে, অসংখ্য বলিরেখা, কী ভাবে ত্বক টানটান থাকবে?

মুখের পাশাপাশি গলার ত্বকও টান টান রাখতে তাই অনেকেই বিভিন্ন রকম স্কিন থেরাপি করান, বোটক্সও করান। কিন্তু এই সবের অনেক পার্শ্বপ্রতিক্রিয়াও থাকে। তাই ঘরোয়া টোটকাই নিরাপদ হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১৯:১৭
Share:

গলার কাছে চামড়া কুঁচকে যাচ্ছে? কী ভাবে পরিচর্যা করবেন? ছবি: এআই।

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বাভাবিক নিয়মে ত্বক কুঁচকে যায়। কিন্তু যদি কম বয়সেই ত্বকে বলিরেখা পড়তে শুরু করে তখন তা চিন্তার ব্যাপার। মহিলারা যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করেন, তা হল গলার চামড়া ঝুলে যাওয়া বা কুঁচকে যাওয়া। চল্লিশের পর থেকে অবধারিত ভাবেই গলার ত্বকের সেই টান টান ভাবটা চলে যেতে থাকে। আর ঘাড়-গলার ত্বকে বলিরেখা পড়লেই কেমন যেন বুড়োটে ছাপ চলে আসে। তখন মুখে গাদা গাদা প্রসাধনী লাগিয়েও লাভ হয় না। মুখের পাশাপাশি গলার ত্বকও টান টান রাখতে তাই অনেকেই বিভিন্ন রকম স্কিন থেরাপি করান, বোটক্সও করান। কিন্তু এই সবের অনেক পার্শ্বপ্রতিক্রিয়াও থাকে। তাই যদি কিছু ঘরোয়া নিয়ম মেনে চলেন, তা হলে এই সমস্যাই হবে না। আপনার বয়স বুঝতে পারবে এমন সাধ্য কার!

Advertisement

বয়স যত বাড়ে ততই ত্বকের কোলাজেন ও ইলাস্টিন প্রোটিনের মাত্রা কমে। ফলে ত্বক তার স্থিতিস্থাপকতা হারায়। তাই খুব তাড়াতাড়ি ত্বক কুঁচকে যেতে শুরু করে। সে কারণে যত্ন নিতে হবে নিয়ম মেনে।

ত্বক টানটান রাখার উপায়?

Advertisement

মুখের যত্নের পাশাপাশি গলার ত্বকে প্রতিদিন ময়শ্চারাইজার ব্যবহার করুন। এটি ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করবে।

বাইরে বের হওয়ার আগে মুখে যেমন সানস্ক্রিন লাগান, তেমনি গলায়ও সানস্ক্রিন ব্যবহার করুন, যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করবে।

শুষ্ক ত্বকে বলিরেখা পড়ে দ্রুত। তাই ত্বকের চাই আর্দ্রতা। তার জন্য শুধু প্রসাধনী মাখলেই হবে না। বরং বেশি করে জল খেতে হবে। ত্বক টান টান রাখতে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া জরুরি।

প্রতি দিন সকালে স্নানের পরে ভিটামিন সি, ভিটামিন ই এবং ফেরুলিক অ্যাসিডযুক্ত ক্রিম ব্যবহার করতে পারেন। এই ক্রিম ত্বকে পিএইচের ভারসাম্য বজায় রাখে। চামড়া ঝুলে যাওয়া বা বলিরেখা পড়ার মতো সমস্যা সহজে হয় না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement