Coffee for Blackheads

কফিতেই মুক্তি! ব্ল্যাকহেডস সারাতে দামি দামি পণ্যের প্রয়োজন নেই, ৩টি স্ক্রাবেই পান কোমল ত্বক

দামি দামি সরঞ্জাম বা পণ্য ছাড়াই ঘরে বসে ব্ল্যাকহেডস মোকাবিলা করতে পারে কফি। কেবল জানতে হবে, কী ভাবে ব্যবহার করবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ২০:০০
Share:

ব্ল্যাকহেডস নিয়ে নাজেহাল? ছবি: সংগৃহীত।

নাক, থুতনি থেকে শুরু করে কপালে যেন কাঁটার মতো আটকে থাকে। ব্ল্যাকহেডস নিয়ে জর্জরিত আপনিও? অল্প ধারালো যন্ত্র নিয়ে খোঁচাখুঁচি করা মোটেও স্বাস্থ্যকর নয়। তার চেয়ে বরং বাড়িতেই সহজ কৌশলে ব্ল্যাকহেডস দূর করার চেষ্টা করা ভাল। সেখানেই সহায় হতে পারে আপনার প্রিয় পানীয় কফি। সঠিক ভাবে ব্যবহার করলে আপনার ত্বককে আলতো করে এক্সফোলিয়েট করতে এবং জেদি ব্ল্যাকহেডস থেকে মুক্তি দিতেও সাহায্য করতে পারে এটি। দামি দামি সরঞ্জাম বা পণ্য ছাড়াই ঘরে বসে ব্ল্যাকহেডসের মোকাবিলা করতে পারে কফি। কেবল জানতে হবে, কী ভাবে ব্যবহার করবেন।

Advertisement

কেন ব্যবহার করবেন?

এক্সফোলিয়েট করতে পারে: কফির গুঁড়ো মৃত ত্বকের কোষগুলি ঘষে পরিষ্কার করে। ত্বকের ছিদ্র খুলে দেওয়ার জন্যও উপযুক্ত।

Advertisement

অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর: কফিতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা ত্বকের ক্ষতির বিরুদ্ধে লড়াই করতে, প্রদাহ কমাতে এবং ত্বকে ঔজ্জ্বল্য ফিরিয়ে দিতে সাহায্য করে।

রক্ত সঞ্চালন বাড়ায়: কফি দিয়ে মুখ মাসাজ করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যা নিস্তেজ ত্বককে উজ্জ্বল করে তোলে।

তেল নিয়ন্ত্রণ: অতিরিক্ত তেল শোষণ করতে সাহায্য করে, যা ব্ল্যাকহেডসের জন্য দায়ী।

দামি দামি সরঞ্জাম বা পণ্য ছাড়াই ঘরে বসে ব্ল্যাকহেডসের মোকাবিলা করতে পারে কফি। ছবি: সংগৃহীত।

কফি এবং মধুর ব্ল্যাকহেড স্ক্রাব

উপকরণ

১ টেবিল চামচ কফি গ্রাউন্ড (খুব মিহি যেন না হয়)

১ টেবিল চামচ কাঁচা মধু

প্রণালী

কফি এবং মধু মিশিয়ে ঘন পেস্ট বানান। এ বার নাক এবং থুতনির মতো ব্ল্যাকহেডস-প্রবণ জায়গাগুলিতে লাগিয়ে দিন। মিনিট তিনেক বৃত্তাকারে আলতো করে মাসাজ করুন। ১০ মিনিট রেখে দিন। হালকা গরম জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিন। মধু অ্যান্টি-ব্যাক্টেরিয়াল। কফির সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে ত্বকের ছিদ্র খুলে দিতে পারে। উপরন্তু ত্বক শুষ্ক হয় না।

কফি এবং দইয়ের ব্ল্যাকহেড স্ক্রাব

উপকরণ

১ টেবিল চামচ কফি গ্রাউন্ড

১ টেবিল চামচ বাড়িতে পাতা দই

প্রণালী

দুই উপাদান দিয়ে একটি মসৃণ পেস্ট বানিয়ে নিন। মুখে মাস্কের মতো মেখে নিন। ১০-১৫ মিনিট রেখে দিন। আলতো করে ঘষে গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। দইতে ল্যাক্টিক অ্যাসিড থাকে, যা মৃত কোষ এবং ব্ল্যাকহেডস ত্বক থেকে আলগা করতে সাহায্য করে। কফির সঙ্গে জুটি বেঁধে দই ত্বকের ছিদ্র গভীর ভাবে পরিষ্কার করে।

কফি এবং নারকেল তেলের ব্ল্যাকহেড স্ক্রাব

উপকরণ

১ টেবিল চামচ কফি গ্রাউন্ড

১ টেবিল চামচ নারকেল তেল (ঈষদুষ্ণ)

প্রণালী

দুই উপকরণ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে ব্ল্যাকহেডসের উপর লাগান। ২-৩ মিনিট মাসাজ করে ধুয়ে ফেলুন। নারকেল তেলে ময়শ্চারাইজ়িং বৈশিষ্ট্য রয়েছে। পাশাপাশি, এটি লালচে ভাব কমাতে সাহায্য করে। কফি গ্রাউন্ড সংবেদনশীল ত্বককে জ্বালা বা অস্বস্তি না তৈরি করেই মৃদু ভাবে এক্সফোলিয়েট করে।

কফির বরফ

কফি স্ক্রাবের পর এই কৌশল ত্বককে ঠান্ডা করতে পারে। ঠান্ডা কালো কফি বানিয়ে ফ্রিজ থেকে বরফের ট্রে বার করে তাতে ঢেলে দিন। তার পর সেটি ফ্রিজেই ভরে রাখুন। উপরোক্ত উপায়গুলির যে কোনও একটির সাহায্যে স্ক্রাব করার পর ট্রে থেকে কফির বরফের টুকরো বার করে নিন। নরম কাপড়ে বরফ মুড়িয়ে কয়েক সেকেন্ডের জন্য মুখে ঘষে নিন। ঠান্ডা কফি ত্বক টানটান করে এবং ফোলা ভাব কমায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement