Nail Care Tips

নেলপলিশে থাকা রাসায়নিকে ক্ষতি হয় নখের, হলদে ছোপ পড়ে যাওয়া নখ সাদা হবে কী করে?

নেলপলিশ পরে নখে হলদে ছোপ হয়ে গিয়েছে? কী ভাবে দাগ উঠবে। জেনে নিন নখের যত্নের নিয়মকানুন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১৭:৩০
Share:

ত্বক এবং চুলের মতো নখেরও যত্ন দরকার। কী ভাবে নখের পরিচর্যা করবেন? ছবি: সংগৃহীত।

নেলপলিশ, নেলআর্টে নখ সাজাচ্ছেন। কিন্তু নখরঞ্জনীর বিপদ সম্পর্কে সচেতন কি? দীর্ঘ দিন ধরে নখে নেলপলিশ লাগানো থাকলে, একসময় নখে হলদে ছোপ হয়ে যায়। নেলপলিশ হোক বা নেলআর্ট— এতে ব্যবহৃত রাসায়নিক নখের ক্ষতিও করে। সেই ক্ষতির হাত থাকে নখ বাঁচাবেন কী ভাবে?

Advertisement

ত্বকের যেমন পরিচর্যার দরকার হয়, তেমনটাই জরুরি নখের জন্যও। স্ক্রাবিং থেকে মাস্ক ব্যবহারের দরকার হয় নখেরও। মুখের মতোই নখেরও ময়েশ্চারাইজ়িং জরুরি। না হলে, নখ ভঙ্গুর হয়ে যেতে পারে।

কী ভাবে যত্ন নেবেন নখের?

Advertisement

১। প্রথমেই নখের ময়লা পরিষ্কার করা প্রয়োজন। ঈষদুষ্ণ জলে গায়ে মাখার শ্যাম্পু দিয়ে নখ ডুবিয়ে রাখুন। এতে ময়লা উঠে যাবে।

২। নখের স্ক্রাবিং করার জন্য বেছে নিতে পারেন সি-সিল্ট। প্রসাধনীর দোকানেই এটি মেলে।ঈষদুষ্ণ জলে কিছুটা সি-সল্ট মিশিয়ে নিন। তার পর সেটি হাত এবং পায়ের আঙুল, নখে আলতো চাপ দিয়ে মিনিট পাঁচেক ঘষে নিন। তার পর ধুয়ে ফেলুন। এতে নখের উপরে জমা মৃত কোষ, কিউটিক্‌ল সরাতে এটি সাহায্য করে।নখে কোনও সংক্রমণ হলে টি-ট্রি এসেন্সিয়াল অয়েল ১-২ ফোঁটা মাখতে পারেন। নারকেল তেলের সঙ্গেও তা মিশিয়ে নিতে পারেন।

৩। নখের দাগ তোলার জন্য ঈষদুষ্ণ জলে পাতিলেবুর রস মিশিয়ে নিন। সেই জলে মিনিট দশেক হাত বা পা ভিজিয়ে রাখুন। একবারে দাগ উঠবে না ঠিকই। কিন্তু এমন পন্থায় ধীর ধীরে লাভ হবে।

৪। নখেরও দরকার ময়েশ্চারাইজ়ার। এক টেবিল চামচ অলিভ অয়েলে ১টি ভিটামিন ই ক্যাপসুল ফাটিয়ে ভিতরের তরল মিশিয়ে নিন। স্ক্রাবিং করার পর হাত ধুয়ে সেটি নখে লাগিয়ে নিন। হালকা হাতে মালিশ করুন। রাতভর সেটি রেখে দিন। এতেও নখ ভাল থাকবে।

সপ্তাহে এক থেকে দু’দিন স্ক্রাব করলে এবং ময়েশ্চারাইজ়ার ব্যবহার করলে নখ শক্ত হবে। দাগছোপও উঠে যাবে। নেলপলিশের ব্যবহার একটু কমালেও নখ ভাল থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement