Makeup Removing Tips

মুখ পরিষ্কার করার পরেও থেকে যাচ্ছে কাজল, লিপস্টিক, মেকআপের অবশিষ্টাংশ! কী করবেন?

মুখের ত্বকের নানা সমস্যার কারণ হতে পারে এই পরিষ্কার না হওয়া মেকআপের অবশিষ্টাংশ। তাই প্রতি বার মেক আপ করার পরে তা সম্পূর্ণ ভাবে মুখ থেকে তুলে ফেলাও জরুরি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ২০:২৭
Share:

ছবি : সংগৃহীত।

বাইরে থেকে ফিরে মুখ ধোওয়ার পরেও দেখেন চোখে লেগে রয়েছে কাজলের কালচে ছোপ। কিংবা ঠোঁটে খানিক লিপস্টিকের লালচে ভাব থেকে গিয়েছে। এগুলো নয় রঙিন বলে বোঝা যাচ্ছে। কিন্তু যে মেক আপের রং আর আপনার চামড়ার রঙে কোনও তফাত নেই তাও থেকে যাচ্ছে কি? মুখের ত্বকের নানা সমস্যার কারণ হতে পারে এই পরিষ্কার না হওয়া মেকআপের অবশিষ্টাংশ। তাই প্রতি বার মেক আপ করার পরে তা সম্পূর্ণ ভাবে মুখ থেকে তুলে ফেলাও জরুরি।

Advertisement

চোখের কাজল, মাসকারা বা ওয়াটারপ্রুফ মেকআপ পুরোপুরি দূর করতে শুধু ফেসওয়াশ যথেষ্ট নয়। মেকআপ সম্পূর্ণভাবে পরিষ্কার করার জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো ডাবল ক্লিনজিং। কী ভাবে তা করবেন, জেনে নিন।

১। মাইসেলার ওয়াটার, ক্লিনজিং অয়েল বা ক্লিনজিং বামের মতো মেক আপ রিমুভার ব্যবহার করুন। বিশেষ করে চোখ ও ঠোঁটের মেকআপের ওপর ভালোভাবে মাসাজ করুন। তার পরে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।

Advertisement

২। কাজল বা মাসকারা তোলার জন্য তুলো বা কটন প্যাডে মেক আপ রিমুভার নিয়ে চোখের পাতার ওপর কিছুক্ষণ হালকাভাবে ধরে রাখুন। এতে মেকআপ গলে যাবে। তারপর আলতো করে চোখের মেকআপ মুছে ফেলুন। জোরে ঘষাঘষি করবেন না, এতে চোখের চামড়া ক্ষতিগ্রস্ত হতে পারে।

৩। এ ছাড়া আরও এক ভাবে মেক আপ পরিষ্কার করতে পারেন। প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। তার পরে একটি তুলোর প্যাডে টোনার বা গোলাপ জল নিয়ে পুরো মুখে আলতো করে বুলিয়ে নিন। এতেও মেক আপের কোনও অবশিষ্টাংশ মুখে থেকে যায়, তবে তা দূর হবে। পাশাপাশি ত্বকের পিএইচ ভারসাম্যও বজায় থাকবে।

৪। কিছু না পেলে নারকেল তেল বা আমন্ড অয়েল তুলোয় বা হাতের তালুতে নিয়ে পুরো মুখে আলতো করে মাসাজ করুন। তার পরে ফেশওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।

৫। ভিজে ওয়াইপস দিয়েও মেক আপ পরিষ্কার করতে পারেন। বা ঈষদুষ্ণ জলে নরম তোয়ালে ভিজিয়ে নিয়ে প্রথমে আলতো হাতে মুখ মুছে নিন। তার পরে ফেশওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement