ইন্টারভিউ দিতে যাওয়ার সময়ে কেমন হবে কেশসজ্জা? ছবি: ফ্রিপিক।
চুল ছোট হোক বা বড়, কী ভাবে চুল বাঁধলে দেখতে ভাল লাগবে, তা নিয়ে ভাবনার শেষ থাকে না। তবে কৌশল জানা থাকলে অফিস হোক বা কোনও অনুষ্ঠান বাড়ির সাজগোজ, বাড়িতে নিজেই চুল বেঁধে ফেলা যাবে। বিশেষ করে চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার সময়ে কেশসজ্জা কেমন হবে, সে নিয়ে চিন্তা থাকেই। চুল বেঁধে রাখলে ভাল না কি খোলা রাখলে স্মার্ট দেখাবে, সে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেন অনেকেই। তবে কেশসজ্জাশিল্পীরা বলেন, মুখের গড়ন অনুযায়ী কেশসজ্জা করতে পারলে ভাল হয়। মুখের আদল যেমন হবে, সেই অনুযায়ী চুল বেঁধে রাখবেন বা খোলা রাখবেন, তা ভাবতে হবে। সেই সঙ্গে পোশাক নির্বাচনেরও গুরুত্ব আছে।
কেমন হবে কেশসজ্জা?
টানটান করে পনিটেল
চুল কাঁধ অবধি বা কোমর অবধি হলে উঁচু করে পনিটেল করে নিলে মুখ পরিষ্কার দেখাবে। শ্যাম্পু করা পরিষ্কার চুলে অ্যান্টি-ফ্রিজ় বা স্টাইলিং ক্রিম লাগিয়ে নিলে চুল উস্কোখুস্কো হবে না। যে হেতু চাকরির ইন্টারভিউ তাই পনিটেলে ঝলমলে কোনও ব্যান্ড বা অ্যাকসেরিজ় লাগাবেন না।
খোঁপা
গ্রীষ্ম হোক বা বর্ষা, যে কোনও পোশাকেই খোঁপা কিন্তু মানানসই। ইন্টারভিউ দিতে যাওয়ার সময়ে শাড়ি পরুন বা চুড়িদার বা পশ্চিমি পোশাক, সঠিক ভাবে খোঁপা বাঁধলে দেখতে বেশ ভাল লাগে। পুরো চুল দিয়ে যেমন খোঁপা করা যায়, আবার মাথার উপরি ভাগের অর্ধেক চুল নিয়ে উঁচু করে খোঁপা বাঁধলেও কিন্তু স্মার্ট দেখাবে।
চুল খোলা রাখবেন?
কাঁধের উপরে বা কাঁধ ছাপানো চুল খোলা রাখাই যায়। তবে চুল ট্রিম করা থাকতে হবে। ভাল করে শ্যাম্পু করে আঁচড়ে নিন। ব্যাক ব্রাশ করে কাঁধের উপর ছেড়ে দিন। ফর্মাল পোশাকের সঙ্গে ভাল মানাবে।
স্ট্রেট চুল
চুল ছোট হোক বা বড়, সোজা, মসৃণ চুল দেখতে ভাল লাগে। তাই চুল সোজা করার বৈদ্যুতিক যন্ত্র দিয়ে ঘরেই চুল সোজা করে নিতে পারেন। তবে বাড়িতে চুল সোজা করতে হলে তাপ নিরোধক স্প্রে বা হেয়ার প্রোটেক্টর ব্যবহার করা জরুরি। না হলে অতিরিক্ত তাপে চুল নষ্ট হয়ে যেতে পারে।
কোঁকড়ানো চুলের কেশসজ্জা
চুলের ধরন যদি কোঁকড়ানো হয়, তা হলে মাথার সামনের দিকের চুলগুলি স্ট্রেটনার দিয়ে সোজা করে নিতে পারেন। ডগার চুলগুলি কোঁকড়ানোই থাক।ফর্মাল পোশাকের সঙ্গে দিব্যি ভাল মানাবে।