বরফের টুকরোয় ত্বকচর্চা। ছবি: এআই সহায়তায় প্রণীত।
একের পর এক মণ্ডপসফর। ভিড়ের ধাক্কাধাক্কি, রোদের চোখরাঙানি— সব সামলেই পুজোর চারটি দিন একেবারে জমজমাট। কিন্তু ত্বকের উপর দিয়ে অত্যাচার চলবে, তা-ও তো সামলানো প্রয়োজন। তাই সাজের আগে মাত্র ৫ মিনিট বরাদ্দ রাখুন রূপচর্চার জন্য। তাতে সারা দিন সাজও নিখুঁত থাকবে, পুজোর শেষে ত্বকও বিধ্বস্ত লাগবে না। তাই রোজের সকালটা শুরু হোক একটুখানি ঠান্ডা ছোঁয়ায়।
প্রসাধনীর বোতলের ভিড় এড়িয়ে এখন অনেকেই ফিরছেন প্রাকৃতিক আর সহজ উপায়ের দিকে। আর সেই তালিকার একেবারে শীর্ষে উঠেছে একটি পুরনো ঘরোয়া টোটকা— চালধোয়া জল। কোরিয়ানদের কাচের মতো ঝকঝকে ত্বকের মূল উপাদান। কোরিয়া-ফেরত টোটকা কিন্তু ভারতেও প্রচলিত ছিল আগে।
ত্বকের ঔজ্জ্বল্য ফেরানো, ত্বকের ছিদ্র সঙ্কুচিত করা থেকে শুরু করে গ্রীষ্মের ক্লান্তি মুছে দেওয়া— এই একটি কৌশলেই মিলবে বহু গুণ। পুজোর সময়ে মিনিটখানেকের টোটকাই কাজে আসবে।
কী ভাবে বানাবেন?
১. সামান্য চাল ভাল ভাবে ধুয়ে নিন।
২. চাল ৩০ মিনিট ভিজিয়ে রাখুন বা হালকা সেদ্ধও করে নিতে পারেন।
৩. তার পর জলটুকু ছেঁকে আলাদা করে নিন।
৪. চাইলে তার সঙ্গে সামান্য গোলাপজল বা অল্প অ্যালোভেরা মেশাতে পারেন।
৫. এই মিশ্রণটি বরফের ট্রেতে ঢেলে ফ্রিজে রেখে দিন। এগুলি বরফের কিউবে পরিণত হতে দিন।
চালধোয়া জলে রূপচর্চা। ছবি: সংগৃহীত।
কী ভাবে ব্যবহার করবেন?
মুখ ভাল ভাবে ধুয়ে মুছে নিন। একটি বরফের কিউব সরাসরি বা পাতলা কাপড়ে জড়িয়ে মুখে হালকা ভাবে ঘষে নিন। ৫-৭ মিনিট পর ত্বক শুকিয়ে যেতে দিন। তার পর ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিন। এর পর বেরোনোর সময়ে অবশ্যই সানস্ক্রিন মেখে নিন। এই কিউবগুলি ফ্রিজে ৫-৬ দিন ভাল থাকে।
উপকারিতা কী?
চালের জলে থাকে প্রাকৃতিক ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিড্যান্ট, যা ত্বককে ভিতর থেকে পুষ্টি দেয়। বরফ ত্বকের ফোলাভাব ও ক্লান্তি কমায়, ছিদ্র টানটান করে আর রক্ত চলাচলও বাড়ায়। এই দুয়ের মিলনে ত্বক হয় ঝকঝকে, মসৃণ ও দীপ্তিময়। গ্লাস-স্কিনের মূল চাবিকাঠি এটিই।
অনেকেরই মনে প্রশ্ন আসে, শুষ্ক ত্বকের জন্য এই টোটকা আদৌ কার্যকর কি না। কিন্তু তা নিয়ে চিন্তা একেবারে নিষ্প্রয়োজন। কারণ, চালের জল আর বরফের সংমিশ্রণ ত্বকের শুষ্কতা দূর করে। প্রয়োজনীয় আর্দ্রতা ফিরিয়ে এনে ত্বককে শান্ত করে। শুষ্ক ত্বকের খসখসে ভাব কমানো থেকে শুরু করে ত্বককে মসৃণ ও কোমল করে তোলার দিক দিয়ে আদর্শ ঘরোয়া পদ্ধতি বললে অত্যুক্তি হয় না।